ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ২০:০৫, ২৬ অক্টোবর ২০১৬

কালকিনিতে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি ॥ মাদারীপুরের কালকিনি উপজেলায় ১শ’ ৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর এসব বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা। একাধিকবার কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে এ বিষয়ে জানিয়ে কোন সুরাহা পায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। আর জনপ্রতিনিধিদের দাবী, বিদ্যালয়গুলো ঝুঁকিপূর্ণ থাকায় দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। অবশ্য ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ের নাম তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস। সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার নবগ্রামে ১৭৫নং নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১৭ বছরের মাথায় ২০১৩ সালে এমপিভুক্ত করা হয়। গত ২ বছর ধরে বিদ্যালয় ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ফলে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত ক্লাস করছেন শিক্ষর্থীরা। এদিকে একই অবস্থা পাশের ১১৮নং একতা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে পাশের একটি টিনের ঘরে পাঠদান চলায় ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কালকিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ের নাম তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। হয়তো শীঘ্রই এসব ভবন নির্মাণের কাজ শুরু হবে।
×