ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরু সামার ওপেন ব্যাডমিন্টন

প্রকাশিত: ০৬:৩২, ২৬ অক্টোবর ২০১৬

শুরু সামার ওপেন ব্যাডমিন্টন

স্পোর্টস রিপোর্টার ॥ রকল্যান্ড সামার ওপেন (র‌্যাঙ্কিং) ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় মহিলা এককে পাবনার প্রিয়া, সেনাবাহিনীর বীথি, বিডিসির ঊর্মি, এলএইচবিসির লিজা, কাওয়াসাকির তাজ নেহার, পাবনার রেশমা ও সেনাবাহিনীর নাবিলা; পুরুষ দ্বৈতে সেনাবাহিনীর সাকিব-মোরসালিন, এনালিনার সুমন-আনিস, এলএইচবিসির অর্ক-আলমাস, মানিকগঞ্জের আমিন-রাকেশ, এসআরবিসির অনিক-সোহেল এবং এসবিএর মামুন-তপু জুটি জয়লাভ করেন। মঙ্গলবার ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন আবদুল মালেক (সচিব, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সভাপতি, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন)। বিশেষ অতিথি ছিলেন অশোক কুমার বিশ্বাস (সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ)। এ প্রতিযোগিতায় পুরুষ এককে ১৯৫, মহিলা এককে ২৫ জন, পুরুষ দ্বৈতে ১০৭ ও মহিলা দ্বৈতে ১১ দল অংশগ্রহণ করছে। বাফুফেতে প্লেয়ার সাপোর্ট সেমিনার স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এএফসি লীগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম : বিএফএফ প্লেয়ার সাপোর্ট সেমিনারে’র চলমান ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৫-১৬’-এ অংশগ্রহণকারী ১২টি ক্লাবের নিবন্ধিত পেশাদার ফুটবলারদের অংশগ্রহণে এবং এএফসি থেকে আগত কর্মকর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই সেমিনারে ৩টি সেশনের ওপর যথাক্রমে প্লেয়ার ওয়েলফেয়ার, প্লেয়ার ইন্টেগ্রিটি এবং মেডিক্যাল আলোচনা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন এএফসির চার কর্মকর্তা। এরা হলেন : যোগেশ দেশাই, হাসান হায়দার খান, আর শশীকুমার এবং আলী ইমরান। ওয়ালটন আন্তঃশাহীন হকি টুর্নামেন্ট স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় আন্তঃশাহীন হকি টুর্নামেন্ট।‘ চার দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে আগামী ২৭ অক্টেবর পর্যন্ত। মঙ্গলবারের খেলায় বিএএফ শাহীন কলেজ যশোর ২-২ গোলে ড্র করে বিএএফ শাহীন কলেজ শমশেরনগর সিলেটের সঙ্গে। এছাড়া বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম ৯-১ গোলে বিএএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুর টাঙ্গাইলকে হারায়। অপর ম্যাচে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (সেমস্) ২-২ গোলে ড্র করে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকার সঙ্গে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ২৫ হাজার টাকা ও রানার্সআপ দল ১৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ৫ হাজার টাকা করে পাবেন। শিরোপার স্বাদ পেলেন ডেল পোত্রো স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে শিরোপা জয়ের স্বাদ পেলেন জুয়ান মার্টিন ডেল পোত্রো। দীর্ঘ তিন বছর তিন মাস পর প্রথম এটিপি শিরোপা জিতলেন তিনি। রবিবার জ্যাক সককে পরাজিত করে স্টকহোম ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই আর্জেন্টাইন। প্রতিপক্ষকে হারাতে এদিন ডেল পোত্রো সময় নেন মাত্র এক ঘণ্টা। দীর্ঘদিন পর প্রায় ভুলতে যাওয়া শিরোপা জয়ের স্বাদ পেয়ে দারুণ রোমাঞ্চিত তিনি। তবে এখনই যে চ্যাম্পিয়ন হতে পারবেন সেটা তার ভাবনাতেই ছিল না। জয়ের পর জানালেন সামনের দিকে এগিয়ে যেতে এই শিরোপা তার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ প্রসঙ্গে ২৮ বছর বয়সী ডেল পোত্রো বলেন, ‘নানান সমস্যার মধ্য দিয়েই টেনিস কোর্টে লড়াই করে যাচ্ছি। গত দুই বছর ধরেই চেষ্টা করছি সেসব সমস্যার সমাধান করতে। তবে এই মুহূর্তে যে শিরোপা জিততে পারব তেমন কান প্রত্যাশা ছিল না আমার। এখানে (স্টকহোম) চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ ২০০৯ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন ডেল পোত্রো। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু তার পরই চোটের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায় তার। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ৬৩তম স্থানে অবস্থান করছেন তিনি। ২০১৪-১৫ সালে মাত্র ছয়টি টুর্নামেন্ট খেলেছেন ডেল পোত্রো। তার পরিস্থিতি এতটাই মারাত্মক ছিল যে টেনিস কোর্ট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্তে পৌঁছানোর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। তবে বর্তমানে আবারও প্রিয় কোর্টে ফেরার চেষ্টা করছেন ডেল পোত্রো। গত আগস্টে রিও অলিম্পিকে তো রীতিমতো চমকই উপহার দিয়েছিলেন চোটের সঙ্গে লড়াই করতে থাকা এই আর্জেন্টাইন। দুর্দান্ত খেলে রিও অলিম্পিকের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারের কাছে হেরে স্বপ্ন-ভঙ্গ হয় ডেল পোত্রোর।
×