ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে কামাল-রুহুল প্যানেলের বিপুল বিজয়

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ অক্টোবর ২০১৬

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে কামাল-রুহুল প্যানেলের বিপুল বিজয়

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল বিপুল বিজয় পেয়েছে। প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্যের একটি পদ ছাড়া সভাপতি ও সেক্রেটারিসহ ১৭ পদেই ‘কামাল-রুহুল’ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রবিবার গভীর রাতে নির্বাচন কমিশন ফল প্রকাশ করে। সোসাইটির ৪১ বছরের ইতিহাসে এবারই সর্বাধিক ১৮ হাজার ৫৫১ জন ভোট দেন। নির্বাচন কমিশনের সদস্য জামান তপন জানান, উত্তেজনা ছিল দিনভরই, কিন্তু কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডে ‘গুলশান টেরেস’ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপুলসংখ্যক সমর্থক এবং কম্যুনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতান ফল ঘোষণা করেন। ‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহসভাপতি আঃ খালেক খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দীন আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব এবং নির্বাহী সদস্য মোহাম্মদ সাদি মিন্টু, আবুল কাসেম চৌধুরী, ফারহানা চৌধুরী, মোহাম্মদ আজাদ বাকির ও মাইনুদ্দীন মাহবুব। ‘কুনু-আজম’ প্যানেল থেকে দুই বিজয়ী প্রার্থী হলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিজু এবং কার্যকরী পরিষদ সদস্য সরোয়ার খান বাবু। নবনির্বাচিত সভাপতি কামাল আহমদ তার বিজয়ের জন্য কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসীদের সর্বজনীন এ সোসাইটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
×