ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে বছরে ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত

প্রকাশিত: ০৮:১১, ২৫ অক্টোবর ২০১৬

দেশে বছরে ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ক্যান্সার নিয়ে কাজ করে এমন ১৯ সংগঠনের জোট বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস ফোরাম স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর মাসজুড়ে নানা কর্মসূচী পালন করছে। খবর বিবিসি বাংলার। ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা আইএআরসির হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর নতুন করে ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এবং এর মধ্যে ৭ হাজারই মৃত্যুবরণ করেন। ফোরামের প্রধান সমন্বয়ক ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, অনেক সময় দেখা যাচ্ছে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হবার পর তার ডিভোর্স হয়ে যাচ্ছে এবং তাকে বাবার বাড়িতে ফিরে আসতে হয়। এরপর চিকিৎসার ব্যয় মেটাতেও অনেককে হিমশিম খেতে হয়। অনেকের পক্ষে চিকিৎসা সম্ভব হয় না। সমাজের ধনী-গরিব শিক্ষিত ও অশিক্ষিত অনেক পরিবারেই স্তন ক্যান্সারের কারণে ডির্ভোসের উদাহরণ রয়েছে বলে জানান তিনি। আবার সামাজিকভাবে অনেককে হেয়প্রতিপন্ন করা হয়। তিনি আরও বলেন, স্তন ক্যান্সার নিয়ে নারীদের মধ্যে কিছুটা হলেও সচেতনতা বেড়েছে তবে চিকিৎসা সুবিধা এখনও অপ্রতুল।
×