ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মেরুদ-হীন নির্বাচন কমিশন চাই না’

প্রকাশিত: ০৪:২১, ১৯ অক্টোবর ২০১৬

‘মেরুদ-হীন নির্বাচন  কমিশন চাই না’

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ অক্টোবর ॥ বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদ-হীন উল্লেখ করে সৎ ও যোগ্য ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। মঙ্গলবার বেলা ১২টায় তিন দিনের সফরে রংপুরে এসে পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। এ সময় এরশাদ বলেন, বর্তমান নির্বাচন কমিশন সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এমন মেরুদ-হীন নির্বাচন কমিশন চাই না। সার্চ কমিটির মাধ্যমে হোক আর যে কোনভাবেই হোক এমন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাদের মাধ্যমে মানুষের অধিকার আদায় হবে। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে এরশাদ বলেন, দেশের উন্নয়নে তার সফর অনেক গুরুত্বপূর্ণ, তারা বন্ধুপ্রতিম রাষ্ট্র। রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে আঞ্চলিক সেমিনার বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) আয়োজিত ৩ দিনব্যাপী ‘রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনাবিষয়ক আঞ্চলিক সেমিনার’ মঙ্গলবার ঢাকার অন্তরা হল, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে উদ্বোধন করা হয়। ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপ›স’র (ওপিসিডব্লিউ) প্রধান আহমেত উজুমছু সেমিনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, বিএনএসিডব্লিউসি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। সেমিনারে সার্ক এবং আসিয়ানভুক্ত দেশের ২০ জন এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২০ প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার ওপর তাদের বক্তব্য উপস্থাপন করেন। বিভিন্ন দেশের রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পর্যালোচনার মাধ্যমে একটি যুগোপযোগী রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান এবং রাসায়নিক সচেতনতা বৃদ্ধি করাই সেমিনারের লক্ষ্য।-আইএসপিআর প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করতে হবে ॥ মমতাজ উদ্দিন স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকদের পেশাগত মর্যাদা মানোন্নয়নসহ অধিকার রক্ষার সেফগার্ড হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রীমকোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটোরিয়ামে ‘সাংবাদিকতার নীতিমালা, আচরণবিধি ও সংবাদপত্র সংশ্লিষ্ট আইনসমূহ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়ন এবং দেশে কর্মরত সাংবাদিকদের ডাটাবেজ ও আইডেনটিটি নিরূপণে প্রেস কাউন্সিলকে অন্যান্য পেশাজীবী প্রতিষ্ঠানের মতো শক্তিশালী করতে উদ্যোগ নেয়া হয়েছে। প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনকে আরও যুগোপযোগী করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আইন, আদালত, মানবাধিকার সংক্রান্ত সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) সদস্যদের জন্য প্রেস কাউন্সিল কর্তৃপক্ষ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
×