ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনার উন্নয়নে ১৪ দফা দাবি

প্রকাশিত: ০৪:২৮, ১৬ অক্টোবর ২০১৬

খুলনার উন্নয়নে ১৪ দফা দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় গ্যাস সরবরাহের মন্থর গতির অবসান, খুলনা বিমান বন্দরের কাজ স্বল্প সময়ের মধ্যে শুরু ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করা, খুলনা-মংলা রেললাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা, খুলনা-দর্শনা রেল পথ ডবল লাইনে উন্নীত করা, অবিলম্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু করা, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা, সুন্দরবন রক্ষাসহ সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ও মুজগুন্নির জমিতে হোটেল-মোটেল প্রশিক্ষণালয় গড়ে তোলাসহ ১৪ দফা দাবিতে কর্মসূচী ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবিসমূহ উপস্থাপন করে ১৫ নবেম্বর অবস্থান ধর্মঘট ও ২২ নবেম্বর অনশন কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব শেখ মোশাররফ হোসেন।
×