ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করায় জামায়াতকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪০, ১৫ অক্টোবর ২০১৬

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করায় জামায়াতকর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৪ অক্টোবর ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফেসবুকে শেয়ার করার দায়ে রাঙ্গামাটিতে এক জমায়াত বিকৃত কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম আহমদুল্লাহ, পিতা মৃত আবদুল খালেক। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে শুক্রবার কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ নামে একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি রয়েছে। সেই ছবি জামায়াত কর্মী আহমদুল্লাহ শেয়ার করে। এটি দেখার পর রাঙ্গামাটিতে আওয়ামী লীগ, ছাত্র ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরপর ঝিনুক ত্রিপুরা নামে এক যুবলীগ কর্মী বাদী হয়ে শুক্রবার তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেন। সে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউসের কেয়ারটেকার পদে চাকরি করে। তদ্বির করে প্রকৌশলী শাখায় গুরুত্বপূর্ণ পদে বদলি হয়ে এসে দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত রয়েছে সে।
×