ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশে ফিরে গেলেন কোচ সেইন্টফিট

প্রকাশিত: ০৬:২২, ১৪ অক্টোবর ২০১৬

দেশে ফিরে গেলেন কোচ সেইন্টফিট

স্পোর্টস রিপোর্টার ॥ ‘দল সফল হলে যেমন কোচ সফল হন। তেমনি দল ব্যর্থ হলে কোচও ব্যর্থ হন। বাংলাদেশ ভুটানের কাছে হেরেছে। তাই কোন সন্দেহ নেই, আমিও ব্যর্থ। বাফুফের সঙ্গে আমার চুক্তির মেয়াদ শেষ। এখনও তাদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কোন কথা হয়নি। তাই আজ রাতেই আমি নিজ দেশে ফিরে যাচ্ছি। বাফুফে যদি আমাকে আবারও ডাকে, তাহলে আমি আবারও এখানে এসে কাজ করতে আগ্রহী। কেননা এখানে যে কদিন ছিলাম, আমার কাজ করে খুবই ভাল লেগেছে। অবশ্য আবারও যদি আমাকে এখানে ডাকা হয়, তাহলে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শের ব্যাপার আছে।’ কথাগুলো টম সেইন্টফিটের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বেলজিয়ান হেড কোচ। বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনে এসে গণমাধ্যমের সঙ্গে বিদায়ী ও সৌজন্য সাক্ষাতে কথাগুলো বলেন তিনি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ভুটানের কাছে এক হারেই তিন বছরের জন্য নির্বাসনে চলে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল। বলা চলে, ভুটানিদের কাছে হেরে সব শেষ বাংলাদেশের ফুটানি। কবর রচিত হয়ে গেছে বাংলাদেশের। বুধবার দেশে ফিরেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। ফুটবলারদের সঙ্গে দেশে ফিরেছেন কোচ টমও। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার রাতেই নিজের দেশে ফিরে গেছেন এই কোচ। যাবার আগে এই হারের ঘটনাকে দেশের ফুটবলের জন্য ভয়ানক বিপর্যয় বলে বর্ণনা করেছেন টম।
×