ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শান্তির ম্যাচে ম্যারাডোনার হার

প্রকাশিত: ০৬:২১, ১৪ অক্টোবর ২০১৬

শান্তির ম্যাচে ম্যারাডোনার হার

স্পোর্টস রিপোর্টার ॥ পোপ ফ্রান্সিসের উদ্যোগে ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল শান্তির জন্য চ্যারিটি ম্যাচ। ডিয়েগো ম্যারাডোনা, হার্নান ক্রেসপো, কাফু, ফ্রান্সেস্কো টট্টি ও রোনাল্ডিনহোর মতো সাবেক কিংবদন্তি ফুটবলাররা এতে অংশ নেন। অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারকা ফুটবলারদের পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত গোটা ফুটবলবিশ্ব। কিন্তু রুদ্ধশ্বাস এই ম্যাচে লা লিগা একাদশের কাছে ৪-৩ গোলে হেরেছে বিশ্ব একাদশ। চ্যারিটি ম্যাচে এবারও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তিও তার মান রেখেছেন। বল পায়ে অসাধারণ কারিকুরি ও বেশ কয়েকবার ক্ষিপ্রগতির প্রদর্শনীও উপহার দেন তিনি। তবে কোন গোলের দেখা পাননি ৫৫ বছর বয়সী এই কিংবদন্তি। শেষ পর্যন্ত তার দল বিশ্ব একাদশও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে। নীল ও সাদা দলে বিভক্ত হয়ে মাঠে নামেন ম্যারাডোনা-রোনাল্ডিনহোরা। ম্যাচের শুরু থেকেই উত্তাপ! প্রথম মিনিটেই নীল দলকে এগিয়ে দেন ইতালিয়ান তারকা ডি নাতালে। কিন্তু তার চার মিনিট পরই সাদা দলকে সমতায় ফেরান ফরাসী তারকা কানোতে। ইতালিয়ান ফুটবলের ‘চিরসবুজ’ স্ট্রাইকার ফ্রান্সেস্কো টট্টির সৌজন্যে ম্যাচের ২২ মিনিটে আবারও এগিয়ে যায় নীল দল। ৩৪ মিনিটে সাদা দলকে সমতায় ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড বোজান কিরকিচ। ম্যাচের উত্তেজনাও তখন চরমে। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে গোল করে নিজের সেই পুরনো রূপকে যেন নতুন করে পরিচয় করিয়ে দেন আর্জেন্টাইন ‘গোলমেশিন’ হার্নান ক্রেসপো। এর ফলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সাদা দল। কিন্তু তার? এক মিনিট পার হতে না হতেই আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস বুর্দিসো গোল করলে আবারও ম্যাচে ফিরে নীল দল। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকে দেন সাদা দলের তারকা স্ট্রাইকার কাভেনাগি। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা একাদশ। তবে এই ম্যাচে স্বদেশী সেবাস্তিয়ান ভেরনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সমালোচনার মুখে পড়েন ম্যারাডোনা।
×