ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলশূন্য বিল ॥ হারিয়ে যাচ্ছে পদ্ম

প্রকাশিত: ০৬:১০, ১১ অক্টোবর ২০১৬

জলশূন্য বিল ॥ হারিয়ে যাচ্ছে পদ্ম

আবু জাফর সাবু, গাইবান্ধা ॥ গাইবান্ধার গ্রামগঞ্জের জলাভূমি থেকে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য পদ্মফুল ও পদ্মখোঁচা। কেননা, অসময়ে খাল-বিল, নদী-নালা শুকিয়ে যায়। বড় বড় বিল ও জলাশয়ে এখন ফসলের চাষ হচ্ছে। মাটিতে লুকানো বীজ না থাকায় পরিবেশগত ভারসাম্যহীনতার শিকার নদী-খাল-বিল-ডোবা। ফলে গাইবান্ধার জলাভূমি থেকে পদ্মফুল এবং পদ্মখোঁচা এখন বিলুপ্তপ্রায়। অথচ ইতোপূর্বে জলাভূমিতে ফুটত প্রচুর লাল, সাদা ও নীল পদ্মফুল। নীল পদ্মফুল খুব দুর্লভ হলেও এখনও লাল এবং সাদা পদ্মফুল বড় বড় পুরাতন বিলের মধ্যে কোন কোন বিলে দেখতে পাওয়া যায়। সেগুলো হলোÑ ঝিনিয়ার বিল, হাতিয়ার বিল, নলিগলির বিল, পগাইল, নলেয়া, মরুয়াদহ, কাশদহ বিল, তেলিয়ান, কালপানি, নুরুলা ও সাতদামুয়া কাতলা বিল। পদ্মফুল ঝরে পড়ার পর গোলাকার সবুজ রংয়ের যে বীজথলিটি থাকে তা হচ্ছে পদ্মখোঁচা, যা শুধু দেখতেই সুন্দর নয়; খাদ্য হিসেবেও বেশ জনপ্রিয়। এছাড়া গাঁয়ের মানুষ পদ্মফুলের ডাটার সুস্বাদু তরকারি রান্না করেও খেয়ে থাকে। এছাড়া পদ্মফুলের গোলাকার পাতায় বিভিন্ন মনিহারি দ্রব্য বিশেষ করে লবণ বেঁধে এখনও কোন কোন গ্রামে বিক্রি করতে দেখা যায়। গবাদিপশুর খাদ্য হিসেবেও এ পাতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এখন তা হারানো অতীত।
×