ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারী যানবাহন অধিদফতরের ৬শ’ ব্যক্তি টেলিটকের সিম পাচ্ছেন

প্রকাশিত: ০৫:৫৬, ৬ অক্টোবর ২০১৬

সরকারী যানবাহন অধিদফতরের ৬শ’ ব্যক্তি টেলিটকের সিম পাচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে সরকারী যানবাহন অধিদফতরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন সেবাদান কোম্পানি টেলিটকের সেবা গ্রহণ করবে। বুধবার সরকারী যানবাহন অধিদফতর কার্যালয়ে এ সংক্রান্ত একটি সমোঝতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ সমঝোতার আওতায় প্রাথমিক পর্যায়ে সরকারী যানবাহন অধিদফতরের ৬০০ কর্মকর্তা-কর্মচারী টেলিটকের কর্পোরেট সিমকার্ড পাচ্ছেন। পরবর্তীতে আরও এক হাজার ২০০ জন কর্মকর্তা-কর্মচারী এই সিমকার্ড পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মুনশী শাহাবুদ্দীন আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, যানবাহন অধিদফতরের পরিচালক (নৌ) (যুগ্ম সচিব) ছাদেক মোঃ আত্্হার, যানবাহন অধিদফতরের পরিচালক (সড়ক) (যুগ্ম সচিব) শফিকুজ্জামান ও টেলিটকের মহাব্যবস্থাপক (মার্কেটিং এ্যান্ড ভ্যাস) মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সরকারী যানবাহন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টেলিটকের কর্পোরেট সিমকার্ড বিতরণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে টেলিটকের মার্কেট প্রমোটার (কর্পোরেট সেলস্্) কাজী মোঃ এহসান জানান, এই সমোঝতার আওতায় যানবাহন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা বিটিআরসি অনুমোদিত সর্বনিম্ন কলরেট পাবেন। এর মধ্যে কর্পোরেট গ্রুপের মধ্যে আউটগোয়িং কলের জন্য প্রতি মিনিটে তাদের ব্যয় হবে মাত্র ২৫ পয়সা। এছাড়া টেলিটক থেকে টেলিটকে ৩০ পয়সা প্রতি মিনিটে আউটগোয়িং কল করতে পারবেন এই গ্রাহকগণ। অন্য যে কোন অপারেটরে কলের জন্য যানবাহন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ব্যয় হবে মাত্র ৬০ পয়সা। প্রতি মিনিট পালস্্ সুবিধাও পাবেন তারা। এছাড়া থ্রিজি ইন্টারনেট ব্যবহারেও যানবাহন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বিশেষ ছাড়।
×