ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুরির অপবাদে কিশোর নির্যাতন

প্রকাশিত: ০৫:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬

চুরির অপবাদে কিশোর নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ সেপ্টেম্বর ॥ পাকুন্দিয়ায় চুরির মিথ্যা অপবাদ দিয়ে সবুজ নামে কিশোরকে অমানসিক নির্যাতন করা হয়। নির্যাতনের শিকার ওই কিশোর বাঁ হাতের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে ক্ষতবিক্ষত নিয়ে বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনও অভিযুক্ত ফিরোজ মিয়াকে গ্রেফতার করতে পারেনি। এদিকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে সবুজকে অমানসিক নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত শেয়ার হতে থাকে। এতে সাড়া দিয়ে ফেসবুক ব্যবহারকারীরা অমানসিক নির্যাতনের জন্য অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। মামলা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পবনখালী বাজারের মুদি দোকানদার ফিরোজ মিয়া মোবাইল রিচার্জের কার্ড চুরির মিথ্যে অভিযোগে একই উপজেলার গাংকুল আহুতিয়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে সবুজকে ডেকে দোকানের ভেতরে নিয়ে যায়। পরে সবুজের গলা টিপে ধরে ছুরি দিয়ে তার বাঁম হাতে এলোপাতাড়ি ক্ষতবিক্ষত করে। এ সময় লাঠি দিয়ে তাকে বেদম পিটুনি দেয়া হয়। পরে স্থানীয়রা কিশোরের চিৎকার শুনে তাকে উদ্ধার করে বিকেলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×