ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৫৬ শতাংশ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৬:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

পুঁজিবাজারে ৫৬ শতাংশ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে মঙ্গলবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন উভয় বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনটিতে ৫৬ ভাগ কোম্পানির দর কমেছে। দিনটিতে ডিএসইতে নতুন তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিং পলিমারের দর কমেছে বেশি। মঙ্গলবার প্রকৌশল খাতের মোট লেনদেন ছিল ৮১ কোটি টাকা, যা সার্বিক লেনদেনের প্রায় ১৫ শতাংশ। এর পরেই ছিল বস্ত্র খাতের লেনদেন। তবে দিনটিতে বস্ত্র খাতের দুটি কোম্পানি দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৩৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৮ কোটি ৭২ লাখ টাকা কম। আগের দিন ডিএসইতে ৫৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ারদর। এদিকে, ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৬৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ইয়াকিং পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো, অলিম্পিক এক্সেসরিজ, সিঙ্গার বিডি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমান ফিড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও মবিল যমুনা বিডি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- প্রাইম টেক্স, এ্যাপেক্স স্পিনিং, পেনিনসুলা চট্টগ্রাম, ড্যাফোডিল কম্পিউটার, ফু-ওয়াং ফুড, আইটিসি, বেক্সিমকো, এসএমইএল লেকচার মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- ইয়াকিং পলিমার, সাভার রিফ্যাক্টরিজ, মডার্ন ডাইং, ন্যাশনাল হাউজিং, জিএসপি ফাইন্যান্স, গ্রীন ডেল্টা, ড্রাগন সোয়েটার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স ও জাহিন স্পিনিং। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইয়াকিং পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, বেক্সিমকো, ফারইস্ট ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট ও কেয়া কসমেটিকস।
×