ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানপুর টেস্টে ভারত এগিয়ে ৩০৮ রানে

প্রকাশিত: ১৯:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কানপুর টেস্টে ভারত এগিয়ে ৩০৮ রানে

অনলাইন রিপোর্টার ॥ কানপুরে অনুষ্ঠিত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ১ম টেস্টের ৪র্থ দিনে লাঞ্চ বিরতির সময় ভারত এগিয়ে আছে ৩০৫ রানে। ভরতের সংগ্রহ ৪ উইকেটে ২৫২ রান। ভারত ১ম ইনিংসে ৩১৮ রান করে অল আউট হয়ে যায়। ৩য় দিনে নিউজিল্যান্ডের ইনিংসের নাটকিত পতন ঘটিয়েছেন ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাদেজা। তৃতীয় দিনে ভারত চা বিরতির কিছুটা আগে ৫৬ রানে এগিয়ে থেকে তাদের ২য় ইনিংস শুরু করে। ভারত গতকালের এক উইকেটে ১৫৯ রান নিয়ে আজ চতুর্থ নিরে খেলা শুরু করলে লাঞ্চ বিরতি পর্যন্ত তারা ৩ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। আজ আউট হয়েছেন বিজয় ৭৬, পূজারা ৭৮ ও কোহালী ১৮ রানে। এখন খেলছেন রাহানে ২১ ও রোহিত ১২ রানে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ২৬২ রান। আজ আরও খেলার বাকি ৬৪ রান। কাল হবে পূর্ন দিবস খেলা। প্রথম টেস্টে চালকের আশনে রয়েছে ভারত।
×