ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ স্ট্রাইকারকে ছাঁটায়ের দাবি, পারবেন কি কোচ মরিনহো?

ইউনাইটেডে কঠিন চাপে রুনি

প্রকাশিত: ০৭:১৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

ইউনাইটেডে কঠিন চাপে রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আশা নিয়েই জোশে মরিনহোর কাঁধে ম্যানচেস্টার ইউনাইটেডকে তুলে দেন ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রত্যাশা মেটাতে যেন হিমশিম খাচ্ছেন স্পেশাল ওয়ান। বিশেষ করে টানা তিন ম্যাচে পরাজয়ের পরই ইংলিশ মিডিয়ায় আলোচনার তুঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড। ঠিক এই মুহূর্তে শিরোনামে চলে এসেছে ক্লাবটির অধিনায়ক ওয়াইন রুনির পারফর্মেন্সও। বিশেষ করে ওয়াটফোর্ডের বিপক্ষে হারা ম্যাচে রেড ডেভিলদের ইংলিশ স্ট্রাইকারের পারফর্মেন্স ছিল একেবারেই জঘন্য। যা সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারছেন না। কেননা সেই ম্যাচে সব মিলিয়ে একটিই শট নিয়েছেন, সেটিও গোল মুখে ছিল না। কোন থ্রু বল দিতে পারেননি, সরাসরি খেলায় তৈরি করতে পারেননি কোন সুযোগ। নয়টি কর্নার ও ফ্রি-কিক থেকেও সতীর্থদের সুযোগ করে দিতে পেরেছেন মাত্র দুটি। তাই দলের অভিজ্ঞ এই ফুটবলারকে ছাটাই করার দাবিটা আরও জোরালো হয়ে উঠছে। এ প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই ইউনাইটেডকে অনুসরণ করা টিভি উপস্থাপক জিম হোয়াইট বলেন, ‘এ্যালেক্স ফার্গুসন তিন বছরেরও বেশি সময় আগে বুঝতে পেরেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়াইন রুনির জায়গা আর নেই। দৌড়ের মতো চিন্তারও গতি কমে গেছে তার।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইউনাইটেডের এই দলটার অবস্থা এখন অনেকটা কাদামাটিতে দৌড়ানোর মতো। এর বড় দায় একজনের অব্যাহত খেলে যাওয়া। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় একজন খেলছে শুধু তার সুনামের কারণে।’ সাবেক লিভারপুল মিডফিল্ডার জেমি রেডন্যাপ বলেছেন, ‘হয় ও স্ট্রাইকার হিসেবেই খেলবে, নতুবা খেলবে না। খেলোয়াড়দের তাদের সেরা অবস্থানেই খেলানো উচিত মরিনহোর, যেটি এ মুহূর্তে করছেন না।’ আর্সেনালের সাবেক ডিফেন্ডার মার্টিন কিওনও বলছেন, ‘ওর খেলায় আগের ধার আর নেই। মাঠের ওপরের দিকে ও প্রভাব ফেলতে পারছে না। রুনিকে ১০ নম্বর হিসেবে খেলানো ইউনাইটেডকে উল্টো পেছনে টেনে ধরছে।’ সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সুটন তো সাফ বলে দিলেন, ‘যদি পেপ গার্ডিওলা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতেন, রুনি সেদিনই দল থেকে বাদ পড়ে যেত। সহজ ভাষায় বললে, ক্লাব ও জাতীয় দলে এখন ওর জায়গাতে আরও ভাল খেলোয়াড় আছে।’ আগামী ২৪ অক্টোবর ৩১ এ পা রাখবেন রুনি। বর্তমানে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে গেলেও কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটন সম্প্রতি সরাসরি বলে দিয়েছেন যে, ২০১৬ ইউরো শেষেই রুনির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া উচিত ছিল। বর্তমান ‘থ্রি লায়ন্স’ টিমে তার কোন গুরুত্বই দেখছেন না সাবেক এই কিংবদন্তি ইংলিশ গোলরক্ষক। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘রুনি আর স্ট্রাইকার আছে বলে আমি মনে করি না। আমরা তাকে এখানে মানিয়ে নেয়ার চেষ্টা করছি, কিন্তু আমার চোখে সে মিডফিল্ডার নয়। হবেও না। মাঠে কয়েকবার তার পায়ে বল দেখা যায়, কিন্তু আমি মনে করি না, সে খুব বেশি কার্যকরী। আমার মতে, ইউরো শেষেই তার অবসর নেয়া উচিত ছিল।’ কিংবদন্তি এ্যালেক্স ফার্গুসনের অধীনেই সর্বশেষ শিরোপা জিতে ম্যানইউ। সে সময় রুনির প্রতি অন্যরকম ভালবাসা ছিল স্কটিশ কোচের। কিন্তু ফার্গুসন পরবর্তী সময়েও ডেভিড মোয়েস কিংবা লুইস ভ্যান গাল কেউই রুনিকে ছাঁটাই করতে পারেননি। এবার মরিনহোর কী পারবেন? গত মাসে হাল সিটির বিপক্ষে ১-০ গোলে জয়ী ম্যাচের পরই অবশ্য স্পেশাল ওয়ান বলে দিয়েছিলেন, ‘আমি তাকে বাইরে রাখতে পারি। আর তাকে বাইরে রাখলে আমার কোন সমস্যাই হবে না।’ রাশফোর্ড-পগবা, মার্শাল কিংবা ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলার রয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল এই ক্লাবটিতে। কিন্তু তারপরও পরাজয়ের হ্যাটট্রিক করার পর মরিনহোকেও নিশ্চয়ই রুনিকে নিয়ে নতুন করে ভাবতে হবে। কেননা ব্যর্থতার কারণে মোয়েস কিংবা ভ্যান গাল কেউই টিকে থাকতে পারেননি ওল্ড ট্র্যাফোর্ডে। সাফল্যের পথ যদি না দেখাতে পারেন স্পেশাল ওয়ান। তাহলে তো মোয়েস-ভ্যান গালের পথে হাটতে হবে মরিনহোকেও।
×