ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জায়ান্ট ভেজিটেবল কম্পিটিশন

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬

জায়ান্ট ভেজিটেবল কম্পিটিশন

একটি বাঁধাকপি দিয়ে ১০৫ প্লেট খাবার প্রস্তুত করে রেকর্ড গড়েছেন ব্রিটেনের একদল পাচক। বুধবার নর্থ ইয়র্কশায়ারের হ্যারোগেটে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী শরতকালীন পুষ্প প্রদর্শনীর প্রথম দিন ওই বিশাল বাঁধাকপিটি আনা হয়। প্রদর্শনীর এদিন বিভিন্ন খামারি তাদের উৎপাদিত বৃহৎ আকারের সবজি নিয়ে হাজির হয়েছিলেন। প্রদর্শনীর প্রথম দিনটি ছিল ‘জায়ান্ট ভেজিটেবল কম্পিটিশন’। রান্নাবিষয়ক টিভি শো ‘প্লট টু পট কুকারি থিয়েটার’-এ শেফ স্টেফাইন মুন এবং জিলি রবিনসন বৃহৎ ওই বাঁধাকপিটি ৩০টি ফালি করে রান্না করে ১০৫টি প্লেটে সাজান। এর জন্য তারা সময় নেন ৪৫ মিনিট। ২০১১ সাল থেকে বৃহৎ আকারের সবজি নিয়ে প্রতিযোগিতাটি হয়ে আসছে। এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বলে টিভি শো পরিচালক মার্টিন ফিস মনে করেন। -ইন্ডিপেন্ডেন্ট
×