ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভয় নয় ভরসা

প্রকাশিত: ০৪:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

ভয় নয় ভরসা

ইভটিজিং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ভয়ানক সমস্যা। এই সমস্যার শিকার শুধু কোমলমতি মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং, এর বিস্তার ছড়িয়ে পড়েছে বিবাহিতা কিংবা কম বয়সী বিধবা নারীদের মধ্যেও। ফলে ওইসব নারীদের জীবনে নেমে আসছে ভয়াবহ বিড়ম্বনা। এমনকি ঘটছে মৃত্যুর ঘটনাও। একটি দেশ তখনই উন্নত হতে পারে, যখন ওই দেশের ছেলে-মেয়ে সমানতালে পড়াশোনা ও কাজকর্ম করতে পারে। কিন্তু, ভয়ানক ইভটিজিংয়ের শিকার হয়ে কিংবা শিকার হতে দেখে মেয়েদের সব আশা-ভরসা বিলীন হয়ে যাচ্ছে। ফলে, পরিবার অল্পবয়সেই মেয়েদের নিরাপত্তার জন্য বিয়ে দিচ্ছে। বাড়ছে বাল্যবিয়ে, অপরাধ-প্রবণতা, শিক্ষার অভাব, ধ্বংস হচ্ছে হাজারো মেয়ের স্বপ্ন। দেশ ও সমাজ নেতিবাচক দিকে ধাবিত হচ্ছে। কথায় আছে, ‘যেমন বৃক্ষ-তেমনি ফল।’ একটি ছেলে সন্তান তখনই ভাল হবে, যখন তার পরিবার সচেতন হবে। একটি সচেতন ছেলে কখনই ইভটিজিংয়ের মতো ভয়ানক সমস্যাকে সাপোর্ট করতে পারে না। সচেতন পরিবার নিয়েই গঠিত হতে পারে একটি সচেতন সমাজ। আর, একটি সচেতন সমাজে কখনই রিশা-তনুদের মতো মেয়েরা ঝরে যেতে পারে না। একটি সচেতন সমাজে মেয়েরা ছেলেদের দেখলে ভয় পাবে না বরং ভরসা করবে। গৌরনদী, বরিশাল থেকে
×