ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাহিয়ান দ্বীপ

মান-অভিমান ভেঙ্গে মেসির ফেরা

প্রকাশিত: ০৬:৩১, ৭ সেপ্টেম্বর ২০১৬

মান-অভিমান ভেঙ্গে মেসির ফেরা

টানা তিন বছরে তিনটি ফাইনালে হার। হতাশা ও দুঃখের বোঝাটা বেশি ভারি মনে হওয়াই তো স্বাভাবিক। সর্বশেষ, গত জুনে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে হারের পর সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন লিওনেল মেসি। খেলায় হার-জিত তো থাকেই। কেউ জেতে, কেউ হারে, কিন্তু তাই বলে এমন সিদ্ধান্ত যে মেসি নেবেন, তা কল্পনাতেও ছিল না ফুটবলপ্রেমীদের। আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে না পারার কষ্টে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন মেসি! চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল শেষে নিজের অক্ষমতাকে সামনে নিয়ে এসেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান তিনি, ‘আমার সামর্থ্যরে পুরোটা দিয়ে আমি চেষ্টা করেছি। কিন্তু আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারিনি। আমার জন্য আর্জেন্টিনা-অধ্যায় শেষ।’ তবে শেষ হয়েও যেন হইলো না শেষ! অভিমান ভেঙ্গে পুরো দেশের আকুতি আর সাবেকদের আহ্বানে আবারও ফিরেছেন আকাশি-সাদা জার্সিতে। গত বৃহস্পতিবার আর্জেন্টিনার হয়ে আবার মাঠেও নেমেছেন মেসি। ফিরেই ত্রাতার ভূমিকায় বিশ্বফুটবলের সেরা তারকা। বিশ্বকাপ বাছাইপর্বে ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনাকে দুর্দান্ত এক গোল করে জিতিয়েছেন উরগুয়ের বিপক্ষে। মেসি যে আর্জেন্টিনার জন্য প্রকৃতপক্ষেই খুব গুরুত্বপূর্ণ তা বৃহস্পতিবার আরও একবার প্রমাণ হলো। মেন্দোজার স্তাদিও মালভিনাসে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের ৪২ মিনিটে ডিফ্লেকটেড বলে গোল আদায় করেন বিশ্ব নন্দিত এই তারকা ফুটবলার। আর মেসির করা গোলের সৌজন্যেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। শুধু তাই নয়, ওই ফলাফলে ১০ দলের লাতিন আমেরিকার বাছাইপর্বের গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানেও পৌঁছে যায় আর্জেন্টিনা। এটি ছিল ১৮টি ম্যাচের মধ্যে ৭ম ম্যাচ। এই গ্রুপের শীর্ষ পয়েন্ট সংগ্রহকারী চারটি দল সরাসরি অংশ নিতে পারবে আগামী ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। আর্জেন্টাইন জাদুকরের এমন প্রত্যাবর্তনে আবেগে ভেসেছে আর্জেন্টিনা, অগণন দর্শক, ভক্ত; এমনকি প্রতিপক্ষ উরুগুয়েও! মেসির গোলেই বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরেছে উরুগুয়ে, তবু কোচ অস্কার তাবারেজের কণ্ঠে শুধুই মেসি-স্তুতি, ‘আর্জেন্টিনার অনেক অসাধারণ খেলোয়াড় আছে। ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী তারাই বিশ্বের সেরা দল এবং আমিও তাই ভাবি। তাদের মেসির মতো একজন খেলোয়াড় আছে যে অন্য সবার চেয়ে এগিয়ে। আমরা জানতাম এটি কঠিন একটি ম্যাচ হবে, কিন্তু বাছাইপর্ব শেষ হতে এখনও অনেক বাকি।’ মেসি-বন্দনা এখানেই থামেনি তাবারেজের। তার চোখে মেসির খেলা শুধু উপভোগই করা যায়, ‘এটি বলে বোঝানো অসম্ভব, সে এমন একজন খেলোয়াড় যাকে আপনি বর্ণনা করতে পারবেন না। আপনি শুধু তার খেলা দেখবেন, বিস্মিত হবেন আর সে যা-ই করে তাতে বিমুগ্ধ হয়ে থাকবেন।’ উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের কণ্ঠেও মেসির প্রশংসা। তিনি বলেন, ‘মেসি ফেরাতে ফুটবলই লাভবান হলো, আমি খুশি, কারণ সে আমার বন্ধু এবং আমি জানি, আর্জেন্টিনার হয়ে খেলা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে আমি ফুটবলের জন্যও খুশি, মেসিকে ছাড়া বিশ্বকাপ ও কোপা আমেরিকা রং হারাত। বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোয় বিশ্বসেরা খেলোয়াড়ের থাকা উচিত, এটা সবার জন্যই ভাল।’ তবে অবসর ভেঙ্গে ফেরার এক ম্যাচ পরই আবার ভক্ত-অনুরাগীদের দুঃসংবাদ উপহার দিলেন এলএম টেন। চোটের কারণে ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না তিনি। জাতীয় দলের কোচ এডগার্ডো বাউজা মেসির না খেলার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন। বুয়েন্স এইরেসে দলীয় অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের বাউজা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে ম্যাচটি খেলতে পারছে না। আমরা কোন ধরনের ঝুঁকি নিতে চাই না। এ ব্যাপারে আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। প্রকৃতপক্ষে বিষয়টি বেশ স্পর্শকাতর। তার অবশ্যই চিকিৎসা নিতে হবে। এ বিষয়ে আমরা বেশ সচেতন।’এদিকে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা হচ্ছিল যে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হবেন লিওনেল মেসি। আর এলএম টেন তা করতে রাজি হবেন বলে জানিয়েছেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছরে আমাদের অনেকগুলো বিষয় সামনে ছিল যেগুলোর সমাধান করাটা ছিল খুবই জরুরী। যেমন রাফিনহার, বুসকুয়েটস (সার্জিও), নেইমার এবং মাসচেরানোর (জাভিয়ের) সঙ্গে চুক্তির বিষয়গুলো। মানুষ ভেবেছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারব না। কিন্তু শেষে কোন সমস্যা ছাড়াই তার সমাধান হয়েছে।’
×