ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশিত: ০৪:৩০, ৩০ আগস্ট ২০১৬

শিশু ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপর দুই নারীর সহায়তায় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সোমবার বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর পিতা। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার তেপুখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী রবিবার স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে সোনালী নামের তার এক বান্ধবীর সঙ্গে দেখা হলে ওই ছাত্রীকে পাশের আকবর আলী নামের এক ব্যক্তির বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ওই বাড়িতে প্রবেশ করে একই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে জুয়েল (২০)। সে সোনালী এবং আকবরের স্ত্রী মনিকার সহযোগিতায় স্কুলছাত্রীকে ঘরের মধ্যে নিয়ে ধারালো চাকুর মুখে জিম্মি করে ধর্ষণ করে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ধীরেন্দ্রনাথ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পিরোজপুর নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়ায় প্রতিবন্ধী দম্পতির ছয় বছর বয়সী এক শিশুকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে দু’জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটির মা ও বাবা প্রতিবন্ধী হওয়ায় উপজেলার গুলিশাখালীর কবুতরখালী গ্রামের চৌকিদার মহানন্দ বালা বাদী হয়ে রবিবার রাতে ধর্ষক ও তার নারী সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা হলোÑ কবুতরখালী গ্রামের সুলতান সরদারের ছেলে নজরুল ইসলাম সরদার ও তার সহযোগী একই গ্রামের মোসলেম মিয়ার মেয়ে সোনালী বেগম। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সোমববার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। পোনা মাছ অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৯ আগস্ট ॥ ভালুকা উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৪৪১ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার ভরাডোবা হারিয়া বিল, হাতিবের আশ্রায়ণ কেন্দ্র পুকুর, উথুরা ভূমি অফিসের পুকুর, থানা পুকুরে ওই সব পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার উপস্থিত ছিলেন। আইসিটি ক্যারিয়ার ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৯ আগস্ট ॥ দেশের শিক্ষিত তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি খাতে আগ্রহী করে তাদের এ খাতে আরও বেশি সম্পৃক্ত করতে বাংলাদেশে আমরা দুর্বার সেøাগান নিয়ে ভোলায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্পিং করেছি। সোমবার সকালে ভোলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ক্যাম্পের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন আইটি এক্সপার্ট রুবায়েত সালেহীন।
×