ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা ছয়দিনে গড়াল পুঁজিবাজারে দরপতন

প্রকাশিত: ০৪:০৩, ২৯ আগস্ট ২০১৬

টানা ছয়দিনে গড়াল পুঁজিবাজারে দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ১৯ পয়েন্ট নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এর আগে গত ৫ কার্যদিবস ধরে দরপতন হয়েছে পুঁজিবাজারে। রবিবার দিয়ে টানা ছয়দিনে গড়াল পতন। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৬৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩০ কোটি ৬১ লাখ টাকা কম। গত বুধবার ডিএসইতে ৪৯৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪০ পয়েন্টে। আইডিএলসির বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত কয়েকদিন ধরে পতনের ধারাবাহিকতা থেকে শেয়ার বাজার বের হয়ে আসতে পারেনি। এরই ধারাবাহিকতায় সূচকের পতন দিয়ে শুরু হয়ে শেষ পর্যন্ত দরপতন দিয়েই ডিএসইতে লেনদেন শেষ হয়। দিন শেষে আগের দিনের মতো লেনদেনের আধিপত্য বজায় ছিল প্রকৌশল খাতের। পুরোদিনে খাতটির মোট ১শ’ কোটি টাকা লেনদেন হয়। দিনটিতে সাধারণ বীমা কোম্পানিগুলোর দর বেড়েছে ২.২ শতাংশ এবং বস্ত্র খাতের দর কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ। তবে দিনটিতে জীবন কোম্পানিগুলো দর হারিয়েছে ১.৫ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, ন্যাশনাল টিউবস, ট্রাস্ট ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, এ্যাপেক্স ট্যানারি, মিথুন নিটিং, আলহাজ টেক্সটাইল, কেয়া কসমেটিকস ও বিএসআরএম লিমিটেড। দরবৃদ্ধির শীর্ষের কোম্পানিগুলো হলো : এসআলম স্ক্রিস্টাল, রহিম টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এ্যাপেক্স ফুডস, ট্রাস্ট ব্যাংক, মিরাকল ইন্ড্রাস্টিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, ঢাকা ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টিউবস, এমবি ফার্মা, মেঘনা পেট, বিচ হ্যাচারী, উসমানিয়া গ্লাস, ফার্মা এইড, আজিজ পাইপস, স্টাইল ক্রাফট, শ্যামপুর সুগার ও এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি, একমি ল্যাবরেটরিজ, কেয়া কসমেটিকস, এ্যাপেক্স ট্যানারি, এস আলম স্ক্রিস্টাল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, মবিল যমুনা বিডি, ইউনাইটেড এয়ার ও অলিম্পিক।
×