ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উয়েফা বর্ষসেরা রোনালদো

প্রকাশিত: ২৩:৫৮, ২৬ আগস্ট ২০১৬

উয়েফা বর্ষসেরা রোনালদো

অনলাইন ডেস্ক ॥ ইউরোপের বর্ষসেরা ফুটবলার হিসেবে পুরস্কার জিতলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার ক্লাব সতীর্থ ওয়েলস তারকা গ্যারেথ বেল এবং স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান। মোনাকোতে শুরু হয় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই ঘোষণা করা হয় বিজয়ীর নাম। দ্বিতীয়বারের মতো রোনালদোর হাতে উঠলো এই পুরস্কার। এর আগে ৩১ বছর বয়সী রোনালদো ২০১৪ সালে প্রথমবারের মতো এই পুরস্কার হাতে নিয়েছিলেন। ইউরোপের সাংবাদিকদের ভোটে প্রতি বছর মহাদেশের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়। সেরা খেলোয়াড় নির্বাচন করার ক্ষেত্রে আগের মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক দুই পারফরম্যান্সই বিবেচনা করা হয়। উয়েফার বর্ষসেরার হওয়ার দৌড়ে রোনালদো এগিয়ে থাকবেন এটা অনেকটা নিশ্চিতই ছিল। ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে পর্তুগালকে শিরোপা জিতিয়েছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন গতবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এমন দুর্দান্ত পারফর্মে মৌসুম শেষ করা রোনালদো ফেভারিট হিসেবেই ছিলেন তালিকায়।
×