ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফল-লোহালিয়া বিকল্প সড়ক

প্রকাশিত: ০৬:৩০, ২৫ আগস্ট ২০১৬

বাউফল-লোহালিয়া বিকল্প সড়ক

নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, বাউফল-লোহালিয়া সড়কের চাঙ্খার খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাছে বিকল্প সড়কটি ডুবে থাকায় পটুয়াখালী জেলা শহরে যাতায়াতের ক্ষেত্রে ৩ উপজেলার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন । এ ছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলজিইডি সূত্রে জানা গেছে, ওই সড়কের লোহালিয়া ইউনিয়নের চাঙ্খার খালের ওপর চলতি বছর ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি আরসিসি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। জেলা শহরে যাতায়াতের জন্য ব্রিজের কাছে একটি বিকল্প সড়ক নির্মাণ করা হলেও বর্ষা মৌসুমে তা পানিতে ডুবে থাকে। এ সড়ক দিয়ে প্রতিদিন বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মানুষ যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, টমটম, টেম্পু, ইজিবাইক এবং বাসযোগে চলাচল করছে। বিকল্প সড়কটি ডুবে থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঠিকাদার মূল সমান উচ্চতায় (লেভেল) বিকল্প সড়কটি নির্মাণ না করায় বর্ষা বা জোয়ারের পানিতে তা ডুবে যায়।
×