ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ইন্টার্ন ডাক্তারসহ দু’জন নিহত

প্রকাশিত: ০৮:৩২, ৩ আগস্ট ২০১৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ইন্টার্ন ডাক্তারসহ দু’জন নিহত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকসহ রাজধানীতে দু’জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। উত্তর কাফরুল ঝিলপাড় এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে শাহজালালে অবৈধভাবে আনা ২২২ কার্টন বিদেশী সিগারেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় তৃষ্ণা রানী (২৬) নামে এক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক। নিহতের স্বামীর নাম কিংসুক ঘোষ। স্বামীকে নিয়ে তিনি কলাবাগানের লেক সার্কাসের ২৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন। এ ঘটনায় লিংক পরিবহন নামে বাসটি আটক করা হয়। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। কলাবাগান থানার এসআই রিয়াজ হাসান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তৃষ্ণা রানী কর্মস্থল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবার জন্য লেক সার্কাসের বাসা থেকে বের হন। এ সময় তিনি কলাবাগান বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পল্লবী থেকে আজিমপুরগামী মিরপুর লিংক পরিবহনের একটি বাস প্রতিযোগিতা করে অন্য বাস অতিক্রম করার সময় তৃষ্ণা রানীকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তৃষ্ণা রানীকে আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এদিকে একইদিন রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার টোল প্লাজার ঢালে যাত্রীবাহী বাস উল্টে জয়নাল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আহসান উল্লাহ। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু ॥ রাজধানীর উত্তর কাফরুল ঝিলপাড় এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রিয়া মনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিয়ার বাবার নাম তারা মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়। সিগারেট সহ যাত্রী আটক ॥ হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ২২২ কার্টন বিদেশী সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ সময় আবুল কাশেম নামে এক যাত্রীকে আটক করা হয়।
×