ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে কারাগারে হাজতির আত্মহত্যা

প্রকাশিত: ০৮:২৬, ৩১ জুলাই ২০১৬

না’গঞ্জে কারাগারে হাজতির আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ জুলাই ॥ জেলা কারাগারে ইমরান (২৬) নামে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। ইমরান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার আদমজীনগরের বিহারী কলোনির আব্দুর রহিমের ছেলে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হালিমা খাতুন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি মারামারি মামলায় হাজতি আসামি ছিল ইমরান। গত ২৩ জুলাই জেলহাজতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলহাজতের হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ জুলাই তাকে হাসপাতাল থেকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়। শনিবার জেলহাজতে চিকিৎসক দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে ছিল ইমরান। তখন সে কারারক্ষীকে বলে বাথরুমে যায়। পরে দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হলে কারারক্ষী তাকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে জোরে ধাক্কা দিয়ে দরজার ছিটকিনি ভেঙ্গে ফেলা হয়। এ সময় বাথরুমের জানালার রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ইমরানকে উদ্ধার করে ১শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হালিমা খাতুন আরও বলেন, গত কয়েকদিন আগে বউকে পেটানোর ঘটনায় এলাকার লোকজন গণপিটুনি দিয়ে ইমরানকে পুলিশে সোপর্দ করে। এই ঘটনার তিন দিন পর তার স্ত্রীও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। শারীরিক অসুস্থতা ও স্ত্রীর মৃত্যুর ঘটনায় সে আত্মহত্যা করে থাকতে পারে বলে তিনি জানান।
×