ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিসের হরতাল কার হরতাল? সাধারণের প্রশ্ন

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জুলাই ২০১৬

কিসের হরতাল কার হরতাল? সাধারণের প্রশ্ন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কিসের হরতাল! কার হরতাল? হরতাল বলে কিছু নেই। হরতালের দিন শেষ। সোমবার বগুড়ায় বিএনপির ডাকা আধাবেলা হরতালের এমন প্রতিক্রিয়া ছিল সাধারণ মানুষের। সকালের দৃশ্য দেখে কেউ বলেনি হরতাল। সব যানবাহন নিত্যদিনের মতো ছিল স্বাভাবিক। সাড়ে দশটা থেকে প্রায় ১২টা পর্যন্ত ছিল ট্রাফিক জ্যাম। তারপরও ট্রাফিক জ্যাম তো থাকেই। এদিনও সেরকমই ছিল। সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর যখন জানাজানি হয় হরতাল ডেকেছে বিএনপি, তখন উল্টো প্রতিক্রিয়া পড়ে সাধারণের মধ্যে। বলাবলি হয় গত বছর জানুয়ারি থেকে প্রায় তিন মাস বিএনপি-জামায়াত মিলে হরতালের নামে কী তা-ব চালিয়েছে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেলে ওই হরতাল আর হয়নি, কেউ মানেওনি। হরতাল ভাঙ্গতে বাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এখন আর হরতাল কেউ মানবে না। কয়েকজনের মন্তব্যÑ বিএনপির প্রতি মানুষের সেই আস্থা নেই। বিএনপি নিজের দোষেই ডুবেছে। আবার জেগে ওঠা এখন দিবাস্বপ্ন। মানুষ আর বিশ্বাসই করতে চায় না বিএনপিকে। ওরা কী রাজনীতি করবে! তাদের আবার হরতাল!
×