ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্রুততম স্মার্টফোন

প্রকাশিত: ০৫:৩৫, ২৫ জুলাই ২০১৬

দ্রুততম স্মার্টফোন

সচরাচর এ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতে অক্টোকোর প্রসেসর থাকে। এই অক্টোকোরের চেয়ে আরও দ্রুতগামী হলো ডেকাকোর প্রসেসর। সম্প্রতি ভারতের বাজারে এই ডেকাকোর প্রসেসর সংযুক্ত ‘জোপো স্পিড ৮’ নামে একটি ফোন ছাড়া হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি এই ফোনটি হলো পৃথিবীর দ্রুততম এ্যান্ড্রয়েড স্মার্টফোন। আর একটি ফোন কতটা দ্রুত হবে সেটা মূলত নির্ভর করে ফোনের প্রসেসর এবং কত বেশি র‌্যাম তার ওপরে। এই ফোনটির র‌্যাম অন্যান্য ফোনের চেয়ে কয়েকগুণ শক্তিশালী। জোপো মোবাইলের ব্র্যান্ড প্রধান চালর্স বার্ড বলেন, এই প্রথম কোন এ্যান্ড্রয়েড স্মার্টফোনের হার্ডওয়্যারে ব্যবহার করা হলো ডেকাকোর প্রসেসর। এটিই পৃথিবীর দ্রততম স্মার্টফোন। এই ফোনের আরও একটি সুবিধা হলো এটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তাই ফোনটি চুরি হলে সইজেই খুঁজে পাওয়া যাবে। এটির স্ক্রিন দৈর্ঘ্য ৫.৫ ইঞ্চি। ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যাতে রয়েছে সোনিন আইএমএক্স২৩০ সেন্সর এবং ডুয়াল-এলইডি ফ্ল্যাশ। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফ্ল্যাশসহ। -টেকট্রিএ
×