ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে অস্ত্র বিক্রিতে আরো কঠোর আইনের আহ্বান

প্রকাশিত: ০০:০৫, ২৪ জুলাই ২০১৬

জার্মানিতে অস্ত্র বিক্রিতে আরো কঠোর আইনের আহ্বান

অনলাইন ডেস্ক ॥ মিউনিখে শুক্রবারের গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় জার্মানিতে অস্ত্র বিক্রির ক্ষেত্রে আরো কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। ভাইস-চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেন, প্রাণঘাতী অস্ত্রের সহজলভ্যতা সীমিত করতে যতটা সম্ভব ব্যবস্থা নেয়া উচিত। আলী ডেভিড সনবলি নামের ১৮ বছর বয়সী এক তরুণ আত্মহত্যা করার আগে ৯ জনকে গুলি করে হত্যা করে। তার কাছে একটি গ্লক পিস্তল এবং তিন'শ-রও বেশি বুলেট ছিল। ঘটনাস্থল পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিয়ার বলেছেন, তারা অস্ত্র আইন সংস্কারের পরিকল্পনা করছেন। নিহতদের স্মরণে মিউনিখে এখনো শোকসভা চলছে। নিহত নয়জনের মধ্যে সাতজনই কিশোরবয়সী। এদের মধ্যে তিনজন কসোভো, তিনজন তুরস্ক এবং একজন গ্রীক বংশোদ্ভূত। শহরের অলিম্পিয়া শপিং মলের ঐ হামলায় ২৭ জন আহত হয়, যাদের মধ্যে ১০ জনের অবস্থা ছিল গুরুতর। সূত্র : বিবিসি বাংলা
×