ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডোপ কেলেঙ্কারি

চার ক্রীড়া কর্মকর্তাকে বহিষ্কার করল রাশিয়া

প্রকাশিত: ০৬:০৬, ২০ জুলাই ২০১৬

চার ক্রীড়া কর্মকর্তাকে বহিষ্কার করল রাশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রীড়াবিদদের নিষিদ্ধ ড্রাগ গ্রহণে সহায়তা প্রদানের অভিযোগ রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর। সোমবার আন্তর্জাতিক ডোপবিরোধী সংস্থার (ডব্লিউএডিএ-ওয়াডা) কাছে দেয়া তদন্ত প্রতিবেদনে কানাডীয় আইন অধ্যাপক রিচার্ড ম্যাকলারেন দাবি করেছেন ২০১৪ সালের সোচি শীতকালীন অলিম্পিক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে রাশিয়ার ক্রীড়াবিদরা ব্যাপক হারে ডোপ পাপে যুক্ত ছিলেন। আর সে কারণে এখন রাশিয়ান ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকোর দিকেও সন্দেহের আঙ্গুল উঠেছে। তার বিষয়ে তদন্ত করার জন্য ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতি আহ্বান জানিয়েছে ওয়াডা। এমনকি রাশিয়ার পুরো ক্রীড়া দলটাই এবার অলিম্পিকে নিষিদ্ধ হওয়ার মুখে। এমন অবস্থায় মুটকো দেশটির চার ক্রীড়া কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) মঙ্গলবারই রাশিয়ার আসন্ন অলিম্পিক ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য জরুরী মিটিংয়ে বসেছে। চাপে আছেন মুটকোও। এমন চাপের পরিস্থিতিতে চার ক্রীড়া কর্মকর্তাকে বহিষ্কার করলেন তিনি। উপদেষ্টা নাতালিয়া হেলানোভা, সিনিয়র ক্রীড়া কর্মকর্তা আভাক আবালিয়ান ও ইরিনা রোডিওনোভা এবং মস্কোর ডোপবিরোধী পরীক্ষাগারের সহকারী প্রধান ইউরি চিজভকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রাইম ব্যাংক রেটিং দাবায় জিয়া শীর্ষে র্স্পোস রিপোর্টার ॥ ‘প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’র সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাত পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণœ রেখেছেন। ছয় পয়েন্ট নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর এসএম স্মরণ ও শরীফ হোসেন এবং অগ্রণী ব্যাংক দাবা দলের গিয়াস উদ্দিন মিঠু মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার মাহফুজুর রহমান ইমন ও তিতস ক্লাবের শফিক আহমেদ তৃতীয় স্থানে।
×