ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অক্টোবরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:২৩, ১৮ জুলাই ২০১৬

অক্টোবরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ দারিদ্র্য বিমোচনসহ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জন, শুধু দক্ষিণ এশিয়া নয়, অনুকরণীয় হয়েছে উন্নয়নশীল বিশ্বে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় মাথাপিছু আয় কম হওয়ার পরও শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বাংলাদেশ অসামান্য সাফল্য দেখিয়েছে। বাংলাদেশ দেখিয়েছে প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনের একমাত্র অবলম্বন নয়, স্বল্প আয় নিয়েও অনেক অর্জন সম্ভব। এ সাফল্য দেখতেই বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে ঢাকা আসছেন। বিশ্বব্যাংক ঢাকা অফিস বলছে, প্রেসিডেন্ট মূলত বাংলাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উদযাপনকে কেন্দ্র করেই ঢাকা আসছেন। সূত্র জানায়, ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসার বিষয়টি আলোচিত হচ্ছে। তবে তার বাংলাদেশ সফরসূচী এখনও চূড়ান্ত করেনি ঢাকা অফিস। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে টানাপোড়েন দেখা দিলেও বাংলাদেশের অগ্রগতিকে অস্বীকার করতে পারেনি বিশ্বব্যাংক। বরং অর্থনীতি এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত ভূমিকার প্রশংসা করেছে বিশ্বব্যাংক। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংক সম্প্রতি বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তার পরিমাণ বাড়িয়েছে। আশা করা হচ্ছে, সফরকালে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
×