ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৪ বছরে এক ট্রিলিয়ন টন...

প্রকাশিত: ০৬:০২, ১৪ জুলাই ২০১৬

৪ বছরে এক ট্রিলিয়ন টন...

২০১১ থেকে ২০১৪ সাল, এই চার বছরে গ্রিনল্যান্ডের এক ট্রিলিয়ন টন বরফ গলে গেছে। এই পরিমাণ আগের দুই দশকে যে পরিমাণ বরফ গলেছে তার দ্বিগুণ। ইউরোপীয় মহাকাশ সংস্থা থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। প্রসঙ্গক্রমে, প্রতি বছর সারাবিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে দশমিক ৭৫ মিলিমিটার করে। এর সঙ্গে বরফ গলা পানিও যুক্ত হয়েছে। মহাকাশ সংস্থাটির ক্রাইওস্যাট স্যাটেলাইট ব্যবহার করে এই উপাত্ত সংগ্রহ করা হয়। বরফ গলার ফলে গ্রিনল্যান্ডের বরফস্তরের পরিবর্তিত মানচিত্র তৈরি করা হয় ক্রাইওস্যাট স্যাটেলাইট ও একটি আঞ্চলিক আবহাওয়া মডেল ব্যবহার করে। ক্রাইওস্যাট স্যাটেলাইট বা ভূ-উপগ্রহটি বহন করছে একটি রাডার অলটিমিটার। এটির সাহায্যে বরফপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন বিস্তারিতভাবে পরিমাপ করা সম্ভব। এর ফলে বিজ্ঞানীদের পক্ষে নিখুঁতভাবে বরফের পরিমাণ পরিবর্তনের বিষয়টি রেকর্ড করা সম্ভব হয়। ওয়েবসাইট অবলম্বনে।
×