ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শোলাকিয়ায় আটক শফিউল দেবীগঞ্জে পুরোহিত হত্যার চার্জশীটভুক্ত আসামি

প্রকাশিত: ০৫:৫০, ১২ জুলাই ২০১৬

শোলাকিয়ায় আটক শফিউল দেবীগঞ্জে পুরোহিত হত্যার চার্জশীটভুক্ত আসামি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ কিশোরগঞ্জের শোলাকিয়ার জঙ্গী হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক শফিউল আলম ওরফে ডন ওরফে সোহান (২০) দেবীগঞ্জের পুরোহিত হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। পুরোহিত হত্যা ঘটনার পর থেকে ওই জঙ্গী পলাতক ছিল। শফিউল আলম ওরফে ডন ওরফে সোহানের বাড়ি- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে। বাবার নাম- আব্দুল হাই। তার বাবাও জামায়াত সমর্থক এবং ঘোড়াঘাট থানায় দায়েরকৃত বেশ কয়েকটি নাশকতার মামলার আসামি। পুরোহিত হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, দেবীগঞ্জের পুরোহিত হত্যা ঘটনায় চার্জশীটভুক্ত আসামি শফিউলই শোলাকিয়ার ঘটনায় আটক জঙ্গী এমন একটি তথ্য বিভিন্ন মিডিয়ায় এসেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি পুরোহিত হত্যা ঘটনায় জড়িত শফিউল সেই শফিউল কিনা। তথ্য সঠিক হলে আদালতের অনুমতি নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে মর্মে সূত্রটি জানায়। পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্তু গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা ও মঠের সেবায়েত গোপাল চন্দ্র রায়কে (৩৫) গুলি করে আহত করার ঘটনায় জড়িত জঙ্গীদের নাড়ি-নক্ষত্র শনাক্তে সঠিক পথেই এগিয়েছে পুলিশ। খুব অল্প সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে ইতোমধ্যে আদালতে ১০ জঙ্গীর নামে চার্জশীটও জমা দেয়া হয়েছে। এর মধ্যে ৪ জন আটক এবং ৬ জন পলাতক রয়েছে। পুরোহিত হত্যাকা- ঘটনার মামলাটি এখন জেলা জজ আদালতে বিচারের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রেরণ করা হয়েছে। দেবীগঞ্জ থানার এসআই মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ দুটি মামলার একই তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আইয়ুব আলী ১০ জনকে আসামি করে গত ১৬ জুন আদালতে চার্জশীট জমা দেন। আদালত ২৮ জুন চার্জশীট গ্রহণ করে। পঞ্চগড়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আমিনুর রহমান জানান, দেবীগঞ্জের পুরোহিত হত্যার ঘটনায় চার্জশীটভুক্ত আসামিরা হলো- ১. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব ওরফে আন্ধি (২৬) পিতা-ওসমান গণি, সাং পূর্বভুতমারা, ইউপি-বোনারপাড়া, থানা- সাঘাটা, জেলা-গাইবান্ধা, ২. রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫) পিতা-আলহাজ মোহাম্মদ আলী মোল্লা, মাতা- আকলিমা বেগম, সাং-ক্ষুদ্র কৃষ্টিয়া, থানা- শাহাজাহানপুর, জেলা-বগুড়া, ৩. মোঃ সাদ্দাম হোসেন ওরফে রাহুল (২৪) পিতা-তাজু আলম ওরফে আলম জলা, মাতা মোছা. জোবেদা খাতুন, সাং চড় বিদ্যানন্দ (দোতলা মসজিদের পাশে), থানা- রাজারহাট, জেলা- কুড়িগ্রাম, ৪. মুহাম্মদ নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান (২৬), পিতা- আব্দুল্লাহ, মাতা- মোছা. রহিমা খাতুন, সাং- সোনাহার গজপুরী, থানা- দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, ৫. মোঃ আলমগীর হোসেন (২৪), পিতা- রফিকুল ইসলাম, মাতা- আমেনা বেগম, সাং- দেবীগঞ্জ কামাতপাড়া, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, ৬. মোঃ রমজান আলী (২০), পিতা মৃত আবুল খায়ের, মাতা- আছিয়া খাতুন, সাং- প্রধানাবাদ মসজিদপাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, ৭. মোঃ হারেজ আলী (৩৩), পিতা- মৃত মোজাম্মেল হক, মাতা- মোছা. হাজেরা খাতুন, সাং-কালীর ডাঙ্গা, থানা- দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, ৮. আলহাজ খলিলুর রহমান, পিতা মৃত তায়েজহউদ্দীন, মাতা- মোছা. রাবিয়া খাতুন, সাং- বানিয়াপুর প্রধানপাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, ৯. মোঃ রানা (২৫), পিতা- মোঃ সাইফুল ইসলাম, মাতা- মোছা. রিনা বেগম, সাং-পূর্ব দেবীডুবা নজিরন পাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড় ও ১০. মোঃ শফিউল আলম ওরফে ডন ওরফে সোহান (২০) পিতা- আব্দুল হাই, সাং- দক্ষিণ দেবীপুর, ডাকঘর-হাটশ্যামগঞ্জ, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর। এদের মধ্যে ১ থেকে চার ও ৯ এবং ১০ নং আসামি পলাতক রয়েছে। ৫ থেকে ৮নং আসামি হাজতে রয়েছে। শফিউলের পিতা জামায়াত নেতা পাকড়াও ॥ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় আটক জঙ্গী শফিউল ইসলাম সোহানের পিতা জামায়াত নেতা হাই প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঢাকার সাভার এলাকা থেকে দিনাজপুর জেলা পুলিশের বিশেষ টিমের সদস্যরা সাভার থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাকে দিনাজপুরে নিয়ে এসে জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন। গ্রেফতারকৃত জঙ্গীর পিতা ও জামায়াত নেতার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী দক্ষিণ দেবীপুর গ্রামে।
×