ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে ৩২ কি.মি. সড়কের মানোন্নয়ন করা হবে

প্রকাশিত: ০৪:০৩, ২ জুলাই ২০১৬

সিলেটে ৩২ কি.মি. সড়কের মানোন্নয়ন  করা হবে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিমানবন্দর-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জের ৩২ কিলোমিটার দীর্ঘ সড়কের মানোন্নয়ন করে জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪২ কোটি টাকা। সম্পূর্ণ সরকারের অর্থায়নে এই কাজ সম্পন্ন হবে। ৩২ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের নির্মাণকাজ শুরুর লক্ষ্যে গত মঙ্গলবার ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে চুক্তি করে সড়ক ও জনপথ অধিদপ্তর। সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইফতেখার কবির এবং স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আফতাব উদ্দিন ওই চুক্তিপত্রে সই করেন। এ সময়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার আসন্ন বাজেটে পরিবহন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকছে জ্বালানি ও শিক্ষা খাত। এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাচ্ছে। তিনি বলেন, যেকোন সড়ক-মহাসড়ক নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে পরবর্তী ৩ বছর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে। এ বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার। অর্থমন্ত্রী জানান, সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে পাথর পরিবহন করা হয়। তাই সড়কটিকে মজবুত করতে হবে। চুক্তি অনুযায়ী ৩৪ মাসের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ শেষ করতে হবে। জাতীয় স্বার্থে এ সড়কের প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে। প্রকল্প বাস্তবায়নকালে স্থানীয় জনপ্রতিনিধিরা কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে তদারকি করবেন।
×