ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

র‌্যাবের অভিযান

রাজধানীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৭:৫১, ৩০ জুন ২০১৬

রাজধানীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্রগোলাবারুদসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার এবং নকল প্রসাধনী সামগ্রী তৈরির দায়ে দুইজনের জরিমানা হয়েছে। মঙ্গলবার র‌্যাবের একটি দল যাত্রাবাড়ীর ধলপুর নপুর বস্তির কাছে অভিযান চালিয়ে অস্ত্রগোলাবারুদ বিক্রির সময় ফয়সাল (২৩) নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করে। র‌্যাব জানায়, ফয়সাল মূলত অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ও ৪০ তাজা বুলেট উদ্ধার হয়। ফয়সালের পিতার নাম আফজাল হোসেন (মৃত)। বাড়ি নারিন্দার বড় মসজিদ এলাকায়। এদিকে র‌্যাব-১০ বুধবার সকাল থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চকবাজারে অভিযান চালায়। অভিযানে ১৯/২৫ নম্বর বেগম বাজারের গোল্ডেন সুপার মার্কেটে অবস্থিত এসবি ডিস্ট্রিবিউশনকে অনুমোদনহীন বলপেন ও পেন্সিল তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক রাজিব হোসেনকে এক লাখ টাকা এবং সূচনা ট্রেডিং কোম্পানির মালিক চাঁদ আলমকে নকল প্রসাধনী তৈরির দায়ে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।
×