ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গণভোটে হস্তক্ষেপ বিষয়ে ক্যামেরনের বক্তব্যের নিন্দা করলেন পুতিন

প্রকাশিত: ০৩:৪৮, ২৭ জুন ২০১৬

গণভোটে হস্তক্ষেপ বিষয়ে  ক্যামেরনের বক্তব্যের  নিন্দা করলেন পুতিন

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকা নিয়ে অনুষ্ঠিত গণভোটের ফলে সন্তোষ প্রকাশ করেছে বলে ডেভিড ক্যামেরনের এমন দাবির নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একটি ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ব্রেক্সিট বিষয়ে ক্যামরনের এরূপ মন্তব্যের নিন্দা জানান। বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে পুতিন হস্তক্ষেপ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এমন অভিযোগের বিরুদ্ধে ক্রেমলিন প্রধান পাল্টা আঘাত করলেন। ক্যামেরন গতমাসে বলেন, তিনি মনে করেন ব্রেক্সিট ঘটলে এবং ইইউ দুর্বল হলে রুশ প্রেসিডেন্ট খুশি হবেন। খবর মিরর ও টেলিগ্রাফের। উজবেকিস্তানে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এটি গ্রেট ব্রিটেনের জনগণের পছন্দ। গণভোটে হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই আমাদের। না আমরা হস্তক্ষেপ করেছি, না হস্তক্ষেপ করার পরিকল্পনা করছি।’
×