ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সক্রিয় ছিনতাইকারী চক্র

প্রকাশিত: ০৪:১৪, ২৩ জুন ২০১৬

চট্টগ্রামে সক্রিয় ছিনতাইকারী চক্র

আহমেদ হুমায়ুন, চট্টগ্রাম অফিস ॥ রবিবারের ঘটনা। ঘড়ির কাঁটায় তখন রাত ৮টা। নগরীর ষোলশহর এলাকার বাসিন্দা যিশু নাথ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বের হয়েছেন আত্মীয়ের বাসায় যাবেন। মোটরসাইকেল যাওয়ার পথে নগরীর দুই নম্বর গেট আল ফালাহ গলি অতিক্রমকালে ছিনতাইকারীর কবলে পড়েন তারা। যানজটে মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই এক ছিনতাইকারী হঠাৎ ঝাপটা মেরে তার স্ত্রী লক্ষ্মী নাথের গলার চেন ছিঁড়ে নিয়ে যায়। এর আগে গত বুধবার দুপুরে একটি বেসরকারী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে টাকা তুলে দোকানের দিকে যাচ্ছিলেন নগরীর টেরিবাজারের এক কাপড় ব্যবসায়ী। ব্যাংক থেকে বের হয়ে একটু সামনে আসতে না আসতেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। একই দিন রাতে নগরীর অভিজাত বিপণিবিতান মিমি সুপার মার্কেট ও ছোটপুল এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। শুধু এ দুয়েকটি ছিনতাইয়ের ঘটনা নয়, রমজানে নগরীর শতাধিক স্পটে সক্রিয় রয়েছে ছিনতাইকারীরা। প্রতিদিন এসব স্পটের কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ঈদের কেনাকাটা যতই জমিয়ে উঠছে, ততই বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। গত এক সপ্তাহে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন ১০ ছিনতাইকারী। রমজানে শুধু ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে তা নয়, ঈদকে ঘিরে চোর ও মলম পার্টি চক্রের সদস্যরাও সক্রিয় হয়ে উঠেছে। পাবলিক বাসে যাতায়াত করতে গিয়ে এখন প্রতিনিয়ত পছন্দের মোবাইল সেট, মানিব্যাগ খোয়াচ্ছেন অনেক নগরবাসী। সোমবার নগরীর জিইসি মোড় থেকে বন্দরগামী ১০ নম্বর লাইনের একটি বাসেই মোবাইল ফোন খোয়া গেছে ৬ যাত্রীর, মানিব্যাগ হারিয়েছেন ৩ যাত্রী। মলমপার্টির কবলে পড়েও সর্বস্ব হারাচ্ছে কেউ কেউ। রমজানে নগরীতে ছিনতাইয়ের ঘটনা বাড়লেও কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুশিলকে। বর্তমান পুলিশ কমিশনার ইকবাল বাহার সিএমপিতে যোগদানের পর গত মে মাসে ছিনতাইকারীদের তালিকা হালনাগাদ করার উদ্যোগ নেয়। ওই সময় থানার ওসিদের ছিনতাইকারীদের হালনাগাদ তালিকা তৈরির নির্দেশ দেন তিনি। কিন্তু গত দেড় মাসে এখনও হালনাগাদ তালিকা তৈরি করতে পারেনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। অনাথ শিশুদের পোশাক বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নতুন পোশাক পেয়ে ঈদের বাকা চাঁদের মতোই এক টুকরো হাসির ঝিলিক দেখা দিয়েছে তাদের চোখে মুখে। বুধবার সকালে অনাথ শিশুদের মাঝে ঈদের পোশাক ও বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন। আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বিভাগীয় বেবী হোম (ছোটমনি নিবাস) হল রুমে বেবী হোমের আশ্রিত এতিম ১৭ ও বিভিন্ন এলাকায় ১১সহ মোট ২৮ শিশুর হাতে ঈদের পোশাক তুলে দেয়া হয়। মরণোত্তর সম্মাননা প্রদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ জুন ॥ মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক- মরহুম কবি আবুল হোসেন সরকারকে বুধবার আনুষ্ঠানিকভাবে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ শিশু একাডেমি ঠাকুরগাঁও জেলা শাখা। এ উপলক্ষে বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ওআরসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্ব করেন।
×