ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ জুন ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে লেনদেন কমেছে। মঙ্গলবারের মতো উভয় বাজারেই মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। দিনটিতে প্রধান বাজারে বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও সেখানে প্রায় ৮ শতাংশ লেনদেন কমেছে। আর সিএসইতে প্রায় ১৬ শতাংশ লেনদেন কমেছে। বুধবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবারে এই বাজারে লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে ৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, আমান ফিড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিমিটেড, কাসেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ ও শাহজিবাজার পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : গোল্ডেন সন, এমারেল্ড অয়েল, ৭ম আইসিবি, আনোয়ার গ্যালভানাইজিং, কাসেম ড্রাইসেল, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, হামিদ ফ্রেবিক্স, সিমটেক্স ইন্ড্রাস্টিজ, সিনো বাংলা ও ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : শ্যামপুর সুগার, পদ্মা লাইফ, কে এ্যান্ড কিউ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, জেমিনি সী ফুড, আইসিবি ইসলামী ব্যাংক, আইসিবি ২য় এনআরবি, প্রিমিয়ার লিজিং, সাফকো স্পিনিং ও তাকাফুল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক এক্সেসরিজ, ডরিন পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও কাসেম ড্রাইসেল।
×