ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৃষ্টিস্নান

প্রকাশিত: ০৭:০৭, ৭ জুন ২০১৬

বৃষ্টিস্নান

জ্যৈষ্ঠ মাস শেষের পথে। তবু ভ্যাপসা গরম যেন কিছুতেই কমছে না। রাজধানীসহ সারাদেশে বেশ কয়েকদিন ধরে তাপদাহ বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এরই মধ্যে সোমবার হঠাৎ করে বৃষ্টি শুরু হলে ছোট ছোট শিশুরা বৃষ্টি উপভোগ করতে রাস্তায় নেমে পড়ে। ফুটবল নিয়ে খেলায় মেতে উঠেছে এরা। রাজধানীর নারিন্দা এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। তৈজসপত্র ফেরি- স্টিল ও সিলভারের বিভিন্ন ধরনের তৈজসপত্র রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন মাসুদ (ছদ্মনাম)। পেটের দায়ে গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন একসময়। অল্প পুঁজিতে সাধ্যমত ভাল ব্যবসা দাঁড় করাতে গিয়ে মাসুদ এই ব্যবসা শুরু করেন। প্রথমদিকে লাভ অল্প হলেও বর্তমানে ব্যবসাটি নিয়ে সন্তুষ্ট তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×