ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবচেয়ে আত্মবিশ্বাসী !

প্রকাশিত: ০৭:৫০, ১ জুন ২০১৬

সবচেয়ে আত্মবিশ্বাসী !

বিদেশের মাটিতে পেশাদার আত্মবিশ্বাসী হিসেবে বিশ্বকে মুগ্ধ করেছে ভারতীয়রা। লিঙ্কডিন গত ৬ থেকে ১৯ মে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ইওর স্টোরি@ওয়ার্ক নামের এক সমীক্ষা চালায়। সেখানে অন্যান্য দেশের আত্মবিশ্বাসের গড় মাত্রা ৩৫ শতাংশ। যা ভারতীয়দের ৫৫। এরপর ৩১ মাত্রা নিয়ে দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। - ওয়েবসাইট মন্দির থেকে সরানো হচ্ছে বাঘ পাচারের অভিযোগে থাইল্যান্ডের কাঞ্চনবুরি প্রদেশের দ্য ওয়াত ফা লুয়াং তা বুয়া টাইগার টেম্পল বৌদ্ধমন্দির থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাঘ। ওই মন্দিরে ১৩৭টি বাঘ থাকত। পর্যটকেরা অর্থের বিনিময়ে সেখানে বাঘ দেখতে পারতেন। চাইলে সেলফিও তুলতেন। এক সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া। বাঘগুলোকে সরকারী অভয়ারণ্যে ছেড়ে দেয়া হবে। বাঘগুলোকে প্রথমে চেতনানাশক দেয়া হয়। পরে তাদের স্ট্রেচারে করে খাঁচায় ভরে সযতেœ সরিয়ে নেয়া হয়। বাঘগুলো সরানোর কাজ করছে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ। - সিএনএন
×