ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকুন্দিয়ায় বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৩:৪৭, ১ জুন ২০১৬

পাকুন্দিয়ায় বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন আগামী শনিবার। ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দলীয়ভাবে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা অংশ নিচ্ছেন। এখন নির্বাচনী প্রচার তুঙ্গে। আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীকে জেতাতে প্রাণান্ত চেষ্টায়। তবে আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থী থাকায় দলের প্রার্থীরা কিছুটা বিপাকে। এখানকার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনুর মধ্যেকার বিরোধের ঢেউ পড়েছে ইউপি নির্বাচনেও। যদিও শেষ মুহূর্তে দলের প্রার্থীরাই উৎরে যাবেন বলে মনে করছেন এখানকার ভোটাররা। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাঝখান দিয়ে বহমান সিঙ্গুয়া নদী। এখানকার ভোটাররা নদীর ওপার-এপার বিভক্ত। পশ্চিম পারের বাসিন্দা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিনকে দেয়া হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন-বিএনপির এরফান উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জালাল উদ্দিন বাচ্চু। নারান্দী আওয়ামী লীগের নিরাপদ দুর্গ। এ ইউনিয়নে মোট প্রার্থী হলেন তিনজন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত মোঃ শফিকুল ইসলাম, বিএনপির জহিরুল ইসলাম খোকন ও জাসদের লেহাজ উদ্দিন। হোসেন্দী ইউনিয়নেও রয়েছেন তিন প্রার্থী। তারা হলেন-আওয়ামী লীগের টিটু, বিএনপির মিল্টন ও স্বতন্ত্র হামদু। এখানে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। জাঙ্গালীয়া ইউনিয়নে প্রার্থীর সংখ্যা ৩ জন। তারা হলেন-আওয়ামী লীগের শামীম আহমেদ সরকার, বিএনপির তৌফিকুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুস সাত্তার। বুরুদিয়া উপজেলার সর্ব দক্ষিণের এ ইউনিয়নে প্রার্থীর সংখ্যাও তিন জন। তারা হলেন-আওয়ামী লীগের মোস্তফা কামাল, বিএনপির আসাদুজ্জামান আসাদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হাসান রুবেল। চ-িপাশায় তিন প্রার্থী ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা হলেন আওয়ামী লীগের মাইন উদ্দিন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও বিএনপির শামছুদ্দিন। সুখিয়ার প্রার্থী তিনজন। তারা হলেন- আওয়ামী লীগের খালেদুর রহমান টিটো, বিএনপির আফিল উদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুল হক তোতা। এগারসিন্ধুর ইউনিয়নেও প্রার্থী সংখ্যা তিনজন। তারা হলেন-আওয়ামী লীগের বাবু, বিএনপির বাবুল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান। চরফরাদির প্রার্থীর সংখ্যা তিনজন। যথারীতি এখানেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জন্য বেকায়দায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান। বিদ্রোহী প্রার্থী হলেন সোহরাব উদ্দিন ও বিএনপির কামাল উদ্দিন।
×