ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা ব্যর্থ

প্রকাশিত: ১৮:৫৪, ৩১ মে ২০১৬

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা ব্যর্থ

অনলাইন ডেস্ক॥ উত্তর কোরিয়ার ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির পূর্ব সৈকতে এ পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ স্টাফ বিবিসিকে জানান, স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ২০ মিনিটে ওনসন শহরের কাছে এ পরীক্ষা চালানো হয়। বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে, মুসুদান মিসাইলের ৪র্থ পরীক্ষা ছিল এটি; যা ব্যর্থ হয়েছে। বিবিসির খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। তবে এটা ঠিক কী ধরনের মিসাইল ছিল সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এপ্রিলে ৩ বার ব্যর্থ হওয়া মধ্যম মাত্রার মিসাইল মুসুদান পরীক্ষার অংশ এটি। ঘন ঘন মিসাইল পরীক্ষার জন্য জাতিসংঘ উত্তর কোরিয়ায় ব্যালাস্টিক মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানুয়ারিতে তাদের ৪র্থ মিসাইল পরীক্ষার পর কোরিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়।
×