ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাবুলের 'দারুল আমান' রাজপ্রাসাদ পুননির্মাণ শুরু

প্রকাশিত: ১৮:৫৩, ৩১ মে ২০১৬

কাবুলের 'দারুল আমান' রাজপ্রাসাদ পুননির্মাণ শুরু

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলের ঐতিহাসিক রাজপ্রাসাদ 'দারুল আমান' - যা গৃহযুদ্ধের কারণে প্রায় ধ্বংসের মুখোমুখি হয়ে পড়েছিল - তা আবার পুননির্মাণের উত্যোগ নিয়েছে সরকার। ১৯২০ সালে তৈরি আফগানিস্তানের রাজার এই সা্বেক প্রাসাদটি অবস্থিত একটি পাহাড়ের ওপর । কাবুল শহরের অনেক জায়গা থেকেই এই প্রাসাদটি দেখা যায়। ব্রিটিশদের হারিয়ে আফগানিস্তানের পূর্ণ স্বাধীনতা অর্জন করার পর রাজা আমানুল্লাহ এই সুন্দর প্রাসাদটি তৈরি করিয়েছিলেন। পরে এক অগ্নিকান্ডে এটি পুড়ে যায়। ১৯৭০ এবং ৮০র দশকে এটি সংস্কার করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতর হিসেবে ব্যবহৃত হয়। গৃযুদ্ধ শুরু হবার পর এখানে মিলিশিয়ারা ঘাঁটি গাড়ে এবং তখন এর ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়। ২০১২ সালে এই প্রাসাদটি পুননির্মাণের জন্য তহবিল সংগ্রহ শুরু হয়। মনে করা হয় এ জন্য প্রায় ২ কোটি ডলার পর্যন্ত লাগতে পারে। সোমবার প্রেসিডেন্ট আশরাফ গনি এর পুনর্মিাণকাজ উদ্বোধন করেছেন। বিবিসির আফগান বিভাগের ওয়াহিদ মাসুদ বলছেন, আফগান সরকার যে নিজ অর্থে এই কাজটি করছে - এর একটা বড় প্রতীকী অর্থ আছে। এটা শুধু যে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষারই প্রতীক - তাই নয়, যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্মিাণ প্রয়াসেরও প্রতীক। আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পগুলোর বেশির ভাগই বিদেশী অর্থে পরিচালিত হচ্ছে। সূত্র : বিবিসি বাংলা
×