ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনের ৫ম ধাপেও ভোটাধিকার লুট করা হয়েছে: রিজভী

প্রকাশিত: ০০:১৬, ২৮ মে ২০১৬

ইউপি নির্বাচনের ৫ম ধাপেও ভোটাধিকার লুট করা হয়েছে: রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৫ম ধাপেও জনগণের ভোটাধিকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আইনশৃংলা বাহিনীর পাহারায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের মদদে জোর করে নৌকা প্রতীকে সিল মেরেছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা নয়, চাকুরি রক্ষার্থে নির্বাচন কমিশন তাদের বিবেক বিক্রি করে দিয়েছেন। যাদের কাছে বিক্রি করেছেন তাদের সবাইকে আমরা চিনি। তারা এখন নির্বাক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ প্রমুখ।
×