ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ৬ আফগান গুপ্তচরকে আটক

প্রকাশিত: ১৯:২২, ২৭ মে ২০১৬

পাকিস্তানে ৬ আফগান গুপ্তচরকে আটক

অনলাইন ডেস্ক॥ বেলুচিস্তান প্রদেশ থেকে ছয় আফগান গুপ্তচরকে গ্রেফতারের দাবি করেছে পাকিস্তান। সেইসঙ্গে দেশটির পক্ষ থেকে আরো দাবি করা হয়, প্রতিটি বোমা হামলার জন্য আফগান গুপ্তচরকে ৮০ হাজার রুপি এবং প্রতিটি সুনির্দিষ্ট হত্যাকাণ্ড বা টার্গেট কিলিংয়ের জন্য আড়াই লাখ রুপি দেয়া হয়। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি বলেন, 'এ সব গুপ্তচরকে বেলুচিস্তানের পিশিন এলাকা থেকে আটক করা হয়েছে ।' আটক গুপ্তচরেরা টার্গেট কিলিংসহ নাশকতামূলক তৎপরতায় জড়িত ছিল বলেও দাবি করেন তিনি। এ সময়ে আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস’এর কঠোর সমালোচনা করেন তিনি। তার দাবি, এ সংস্থা পাকিস্তানকে ধোঁকা দিচ্ছে। তিনি দাবি করেন, 'তার ভাষায়, এনডিএস হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'র অঙ্গ সংগঠন।' পাকিস্তানে অভ্যন্তরে এনডিএ গুপ্তচরদের তৎপরতা পরিচালনার দায়িত্বে এক অবসরপ্রাপ্ত আফগান জেনারেলসহ তিন জেনারেল ওপর ন্যস্ত রয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, 'এরা হলেন জেনারেল নাঈম বালুচ, জেনারেল মোমিন এবং অবসরপ্রাপ্ত জেনারেল মালিক। এর আগে গত মার্চে বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদব নামে 'র'র এক গুপ্তচর গ্রেফতারের দাবি করেছিল পাকিস্তান। খবর ডন অনলাইনের
×