ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেলিম ওসমানের শাস্তি চেয়ে বঙ্গভবনে স্মারকলিপি

প্রকাশিত: ০৪:৪৬, ২৬ মে ২০১৬

সেলিম ওসমানের শাস্তি চেয়ে বঙ্গভবনে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনায় জাতীয় পার্টিও সাংসদ সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দয়েছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার জোটের সমন্বয়ক নাঈমা খালেদ মনিরার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে এই স্মারকলিপি দেন। ছাত্রজোটের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছেÑ কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ হত্যার বিচার, যৌন নিপীড়নবিরোধী নীতিমালা কার্যকর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাসহ সব হত্যাকা-ের বিচার, বাঁশখালীতে ছয় আন্দোলনকারী হত্যার বিচার, রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। জোটের প্রতিনিধি দলে আরও ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ফেডারেশনের সহসাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, বিপ্লবী ছাত্রমৈত্রীর যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল কবীর ও ছাত্রঐক্য ফেরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বামধারার ছাত্র সংগঠনগুলোর এ জোট। বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে, দোয়েল চত্বর দিয়ে জাতীয় প্রেসক্লাবে গেলে পুলিশী বাধার মুখে সেখানেই সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা। সমাবেশে জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিরা বলেন, ছাত্ররা যখন নৈতিক ও ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে তখন পুলিশ বাধা দেয়। কিন্তু একজন সাংসদ যখন শিক্ষককে কান ধরে উঠবস করান তখন তারা কিছুই করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এটা কেমন কথা।
×