ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবে ভারত ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৮:৩১, ৩০ এপ্রিল ২০১৬

বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবে ভারত ॥ শ্রিংলা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ এপ্রিল ॥ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত পাশে ছিল, এখনও আছে; ভবিষ্যতেও থাকবে। তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ উল্লেখ করে এ সম্প্রীতি অক্ষুণœ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। ভারতীয় হাইকমিশনার শুক্রবার নগরীর ঠাকুরপাড়া রামকৃষ্ণ মিশনে আয়োজিত অনাথ আশ্রম ও ডাইনিং হল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লার ডিসি হাসানুজ্জামান কল্লোল বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার সহযোগিতা করে যাচ্ছে। ইতোমধ্যে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা হয়েছে এবং পরবর্তীতে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুত বাংলাদেশের কুমিল্লায় সরবরাহের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেসানন্দ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লার এসপি শাহ আবিদ হোসেন, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সোমনাথ হালদার। পরে ভারতীয় হাইকমিশনার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের প্রাচীনতম জগন্নাথ মন্দির পরিদর্শন করেন।
×