ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলাদা বিদ্যুত বিতরণ কোম্পানি করার প্রক্রিয়া বন্ধের দাবি ঐক্য পরিষদের

প্রকাশিত: ০৮:৫২, ২৯ এপ্রিল ২০১৬

আলাদা বিদ্যুত বিতরণ কোম্পানি করার প্রক্রিয়া বন্ধের দাবি ঐক্য পরিষদের

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী ও রংপুর অঞ্চল নিয়ে আলাদা বিদ্যুত বিতরণ কোম্পানি করার প্রক্রিয়া বন্ধের দাবিতে আবারও আন্দোলন শুরু করেছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুত ভবনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ঐক্য পরিষদের নেতা-কর্মীরা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এর আগে গত ডিসেম্বরে একই দাবিতে আন্দোলনে নামে ঐক্য পরিষদ। ওই সময় ২৪ ডিসেম্বর প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে নেতারা স্মারকলিপি জমা দেন। তখন প্রতিমন্ত্রী আপাতত কোম্পানি না করার ঘোষণা দেন। কিন্তু সম্প্রতি রাজশাহী ও রংপুর অঞ্চলের জনবল, সম্পদ ও বাণিজ্যিক কার্যক্রম ৩০ এপ্রিল মধ্যরাত থেকে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে হস্তান্তরের নির্দেশ দেয় বিদ্যুত বিভাগ। এরই প্রতিবাদে নতুন করে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি-বিউবো শাখা) সহ-সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের জসিম উদ্দিন, এমএম সিদ্দিক, নূরুল আমিন, সাইফুল হাসান চৌধুরী, মঞ্জুর-উল-আলম, মাহমুদ হোসেন রব্বানী, ফয়জুর রহমান খান, জহিরুল ইসলাম চৌধুরী, আলাউদ্দিন মিয়া প্রমুখ। এ সময় ঐক্য পরিষদের সদস্য ও পিডিবির বিভিন্ন জোনে কর্মরত পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বিদ্যুত উন্নয়ন বোর্ডকে খ- খ- করে কোম্পানিতে রূপান্তর না করার জন্য পিডিবির সকল কর্মকর্তা, কর্মচারী বার বার দাবি জানিয়ে আসছে। এসব দাবি অগ্রাহ্য করে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ উত্তরাঞ্চল-রাজশাহী ও রংপুরকে কোম্পানি করার প্রক্রিয়া চলছে। এর আগে আশুগঞ্জ, খুলনা, ইজিসিবিসহ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানি করে লাভের চেয়ে সরকারের ব্যয় বেড়েছে। তারা প্রতিমন্ত্রীর প্রতি হস্তান্তরের বিষয়ে মন্ত্রণালয়ের দেয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাতিল করার দাবি জানান। অন্যথায় নতুন করে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।
×