ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চাকমা যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:০১, ২৮ এপ্রিল ২০১৬

রাজধানীতে চাকমা যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ কলাবাগানে দুই বন্ধুকে কুপিয়ে হত্যায় ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে এবার হ্যালিসন ত্রিপুরা (২০) নামের এক চাকমা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছে না পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ কল্যাণপুরে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতা নাকি অন্য কোন কারণে এ হত্যাকা- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত হ্যালিসন ত্রিপুরা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দশরথ কোমানের ছেলে। হ্যালিসন রাজধানীর মোহাম্মদপুরের ২২-৪ নম্বর বাবর রোডের একটি বাসায় থাকতেন। সেখানে মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ছিলেন তিনি। মঙ্গলবার রাত ১২টার দিকে একটি ভবনের পাশে রাস্তায় হ্যারিসনের লাশ পড়ে থাকতে দেখা যায় বলে দারুস সালাম থানার এসআই মোহাম্মদ রায়হানুজ্জামান জানান। তার ভাষ্যমতে- ওই যুবকের বাঁ চোয়াল ভাঙ্গা ছিল; নাক দিয়ে রক্ত ঝরার চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ছয়তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ॥ রাজধানীর রামপুরার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে শাফিয়া আনজুম প্রমি (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রমি রাজশাহীর প্রবা থানার আলাউদ্দিনের মেয়ে। তিনি রামপুরার বনশ্রী এলাকার ছয়তলা ভবনের পঞ্চম তলায় (হাউজ নং-১৮৩/২) থাকতেন। বাসের ধাক্কায় অজ্ঞাত নিহত ॥ মতিঝিল এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল পীরজঙ্গী মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছুরিকাঘাতে লেগুনা চালক নিহত ॥ রাজধানীর হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে রনি (২৭) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনার পর চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন। তিনি হাজারীবাগ মসজিদ গলি এলাকার বাবুল মিয়ার ছেলে।
×