ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত আট

প্রকাশিত: ০৪:৪৪, ২৮ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লা, বরিশাল ও রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আট জন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্বচ সংবাদদাতাদের। কুমিল্লা ॥ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে এ ৩টি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাঙ্গলকোট উপজেলার মাহিনী বাজার এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক্টরের চাপায় ফাহাদ (৩) নামে একটি শিশু নিহত হয়েছে। নিহত ফাহাদ উপজেলার পেরিয়া ইউনিয়নের দৌলতপুর হাজী বাড়ির মাসুদ মিয়ার ছেলে। এ সময় আহত হয় ওই শিশুর বাবা মাসুদ মিয়া (৩৫) ও বোন ফাতেমা আক্তার মারিয়া (৫)। পুলিশ ট্রাক্টরচালক কেফায়েতকে (২৪) আটক করেছে। এছাড়া সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় অপর ট্রাকের হেলপার রাব্বী (২২) গুরুতর আহত হয়। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে সে মারা যায়। এর আগে মঙ্গলবার গভীর রাতে একই উপজেলার মিয়াবাজার এলাকায় মহাসড়কের কাঁকড়ি নদীর ব্রিজের ওপর ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক আমির হোসেন (৫৫) নিহত হন। তিনি ওই উপজেলার গোপালনগর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া সড়কে বুধবার দুপুরে বাস চাপায় ফাতেমা আক্তার (২৫) নামের এক যুবতী নিহত হয়েছে। ফাতেমা কাশিপুরের বিল্ববাড়ি এলাকার বাসিন্দা। অপরদিকে মঙ্গলবার রাতে বানারীপাড়া উপজেলার রায়েরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় নসিমন উল্টে শাহিন শেখ (৩৫) নামের এক ড্রেজারচালক নিহত হয়েছেন। নিহত শাহিন উপজেলার গাভা গ্রামের মৃত হোসেন শেখের পুত্র। রাজশাহী ॥ চারঘাট ও পুঠিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার চারঘাটের আসপুর এবং পুঠিয়ার বড় সেনভাগ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে চারঘাটের আসপুর গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (৭) স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
×