ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যায়বিচারে আইনগত অসুবিধা দূর করতে হবে : ইনায়েতুর রহিম

প্রকাশিত: ০০:৩১, ২৭ এপ্রিল ২০১৬

ন্যায়বিচারে আইনগত অসুবিধা দূর করতে হবে : ইনায়েতুর রহিম

স্টাফ রিপোর্টার ॥ অসহায় ও গরীব বিচারপ্রার্থীদের মামলা পরিচালনায় আইনগত সহায়তা সেবা কার্যক্রমকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। এ ধরনের সহায়তা করতে যে কোনো ধরনের আইনগত অসুবিধা দুর করা দরকার বলেও মত দেন তিনি। বুধবার সুপ্রীমকোর্টের সেমিনার কক্ষে ‘সুপ্রীমকোর্র্টে সরকারি আইনি সেবা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বিচারপতি এম ইনায়েতুর রহিম এসব কথা বলেন। তিনি বলেন, যে আইনি সহায়তা সেবা দেওয়া হচ্ছে তাতে অনেক সমস্যা থাকবে। কিন্তু আমরা সেসব সমস্যাগুলো আমাদের ভেঙে এই আইনি সহায়তা সেবা দিতে হবে। এই আইনি সহায়তা সেবার নেতৃত্ব সুপ্রীমকোর্ট থেকেই আমরা দিতে চাই।
×