ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চবি উপাচার্যের সঙ্গে এফএও প্রতিনিধির সাক্ষাত

প্রকাশিত: ০৩:৪২, ২৭ এপ্রিল ২০১৬

চবি উপাচার্যের সঙ্গে এফএও প্রতিনিধির সাক্ষাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাাচর্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি মাইক রবসন। মঙ্গলবার সকালে উপাচার্যের দফতরে বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপউপচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এ্যান্ড ফিশারিজের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন, এফএও’র ন্যাশনাল কনসালট্যান্ট ড. অনিল কুমার দাশ ও সহকারী (প্রোগ্রাম) ড. নূর আহমেদ খোন্দকার। চবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতিসহ শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে এফএও প্রতিনিধিকে অবহিত করেন। দিনাজপুরে দুই জেএমবির বিচার শুরু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে অস্ত্রসহ গ্রেফতার ২ জেএমবির সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগপত্র দাখিলের পর জেলা ও দায়রা জজ আদালতে বিচার কার্য শুরু হয়েছে। আগামী ৩০ মে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদের আদালতে জেএমবির শীর্ষস্থানীয় ২ সদস্য শরিফুল ইসলাম (২৮) ও মোসাব্বিরুল আলম খন্দকারকে (২৫) অস্ত্র মামলায় হাজির করা হয়। তাদের পক্ষে কোন আইনজীবী না থাকায় আইনগত সহায়তা দেয়ার জন্য এ্যাডভোকেট খলিলুর রহমানকে সরকারী খরচে মামলা পরিচালনার জন্য নিয়োগ করা হয়। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সরকারে এমএম কলেজের ছাত্রী ফারজানা আফরোজ রিতুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ ৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার মণিরামপুরের উত্তরপাড়া গ্রামের মফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাজাহান আলী অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। আসামিরা হলো বাঘারপাড়ার জামদিয়া গ্রামের শামীম হাসান তার ও তার মা তাসলিমা খাতুন, সাত্তার মোল্লার ছেলে তানভীর আহম্মেদ, খলিল মীরের ছেলে নাসির হোসনে ও খলিলপুর গ্রামের মৃত সামছুদ্দিন মোড়লের ছেলে আনছার আলী। ফাঁদ বিতরণ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২৬ এপ্রিল ॥ দুর্গাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৫ কৃষকের মাঝে ফোরোমন (গন্ধ ফাঁদ) সেক্স ফাঁদ বিতরণ করেন মঙ্গলবার। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ। ১৫ গণপাঠাগার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৬ এপ্রিল ॥ গফরগাঁওয়ে মঙ্গলবার সকালে উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে গণপাঠাগার উদ্বোধন করেন স্থানীয় এমপি ফাহ্মী গোলন্দাজ বাবেল। এর আগে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কু-ুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফাহ্মী গোলন্দাজ বাবেল।
×